Painter Shahabuddin Ahamed is first foreign artist to stay as a guest in Rashtrapati Bhavan dgtl
Rashtrapati Bhavan in India
রাষ্ট্রপতি ভবনে প্রথম বিদেশি হিসাবে শাহবুদ্দিন আহমেদের শিল্প প্রদর্শনী
বাংলাদেশের নরসিংহী জেলার রায়পুরা উপজেলার আলগি গ্রাম। পাশ দিয়ে বয়ে গিয়েছে শান্ত মেঘনা। বাড়িতে বিপ্লবী পরিবেশের অবহেই বড় হয়ে ওঠা শাহাবুদ্দিন আহমেদের। এক দিকে শিল্পী মন, অন্য দিকে বাংলা মায়ের ‘বন্দি’ দশা। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়েছিলেন ঢাকার রাস্তায়।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১২:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
১৯৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে তিনি প্লাটুন কম্যান্ডার হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন।
০২০৮
কিন্তু শিল্পসত্ত্বাকে কখনও ন্যুব্জ হতে দেননি। সত্তরের দশকে বাংলাদেশে যে বিমূর্ত চিত্রকলার যুগের সূচনা হয়েছিল তাঁর স্রোতে গা না ভাসিয়ে নিজস্ব স্বকীয় শৈলীতে ভাস্বর হয়ে উঠেছিলেন শাহাবুদ্দিন আহমেদ।
০৩০৮
১৯৬৮ সালে এসএসসি পাশ করেন ফরিউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টস-এ বিএফএ ডিগ্রি অর্জন করেন। এর পর বৃত্তি নিয়ে চলে যান প্যারিসে। সেখানেই কর্মজীবনের শুরু।
০৪০৮
১৯৯২ সালে ‘মাস্টার পেইন্টার্স অব কনটেম্পোরারি’ আর্টস-এর পঞ্চাশ জনের এক জন হিসাবে বার্সেলোনায় ‘অলিম্পিয়াড অব আর্টস’ পদকে ভূষিত হন।
০৫০৮
তাঁর শিল্পের প্রধান বৈশিষ্ট্য গতিময়তা। ছবির মধ্যে ‘মোশন’কে তুলে ধরেন তিনি।
০৬০৮
বড় ক্যানভাসের পর্দায় গতিশীল ও পেশীবহুল অতিমানবীয় পুরুষের ছবি আঁকতে ভালবাসেন শাহাবুদ্দিন। তাই তাঁর সমস্ত ক্যানভাস জুড়ে সেই গতিরই বহিঃপ্রকাশ।
০৭০৮
শাহাবুদ্দিনের তুলিতে নারী চরিত্রগুলিও অসামান্য। মিহি কাপড়ের আড়ালে নারী শরীরের চিরায়ত কোমলতা, স্নিগ্ধতা ধরা থাকে তাঁর ছবির মধ্যে।
০৮০৮
দেশ বিদেশের গ্যালারিতে তাঁর একক ও যৌথ প্রদর্শনী সারা বিশ্বেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে।