Advertisement
E-Paper

কাশ্মীর নিয়ে নতুন শব্দ চিনের মুখপত্রে

চিনের সরকারি মুখপত্র পিপলস ডেইলি-র সহযোগী সংস্থা গ্লোবাল টাইমস-এর একটি নিবন্ধ চাঞ্চল্য তৈরি করেছে কূটনৈতিক মহলে। নিবন্ধটিতে দু’বার ‘পাক অধিকৃত কাশ্মীর’(পি ও কে) কথাটির উল্লেখ রয়েছে।

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৩:৪৫

চিনের সরকারি মুখপত্র পিপলস ডেইলি-র সহযোগী সংস্থা গ্লোবাল টাইমস-এর একটি নিবন্ধ চাঞ্চল্য তৈরি করেছে কূটনৈতিক মহলে। নিবন্ধটিতে দু’বার ‘পাক অধিকৃত কাশ্মীর’(পি ও কে) কথাটির উল্লেখ রয়েছে। চিন পাক শাসিত কাশ্মীর বা ‘পাক অ্যাডমিনিস্টার্ড কাশ্মীর’ (পি এ কে) হিসেবে উপত্যকার ওই অঞ্চলকে চিহ্নিত করে। ফলে প্রশ্ন, চিন কি অবস্থান বদল করল? এমন পরিস্থিতিতে পরিবর্তিত শব্দবন্ধ লেখা হয়েছে যখন পাক অধিকৃত কাশ্মীরের মানুষের মনে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। ‘পি এ কে’ উল্লেখ না করে ‘পি ও কে’ বলার মধ্যে ইসলামাবাদকে কি কড়া বার্তা দিতে চাইছে বেজিং? চিন দূতাবাস সূত্র অবশ্য সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তাঁদের মতে, এটা নেহাতই ‘লেখার ভুল’।

Pakistan china
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy