Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৩
Delhi Metro

Delhi Metro: মোবাইলে মগ্ন যাত্রী, প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে ছিটকে পড়লেন মেট্রো লাইনে! তার পর…

মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে শাহদারা মেট্রো স্টেশনে হাঁটছিলেন এক যাত্রী।

ছবি সৌজন্য টুইটার।

ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০০
Share: Save:

এ জন্যই বলে পথে চলার সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকতে নেই! দিল্লির মেট্রো স্টেশনের একটি ঘটনা ফের প্রমাণ করল সেই কথা।

মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে শাহদারা মেট্রো স্টেশনে হাঁটছিলেন এক যাত্রী। ফোনে এতটাই মগ্ন ছিলেন যে, তিনি কোন পথে হাঁটছেন সেটাও খেয়াল করেননি। কয়েক পা এগোতেই পপাতধরনীতল! এক পা প্ল্যাটফর্মের বাইরে পড়তেই ছিটকে গিয়ে পড়লেন মেট্রোরেলের লাইনের উপর।

উল্টো দিকের প্ল্যাটফর্মে তখন টহল দিচ্ছিলেন সিআইএসএফের জওয়ানরা। ওই যাত্রীকে লাইনে পড়ে যেতে দেখেই ছুটে আসেন তাঁরা। লাইন টপকে দ্রুত ওই যাত্রীর কাছে পৌঁছে প্ল্যাটফর্মে তুলে দেন। সৌভাগ্যবশত সেই সময় কোনও ট্রেন ছিল না। তা হলে ওই ব্যক্তি বড়সড় দুর্ঘটনার কবলে পড়তেন।

শুক্রবার ঘটনাটি ঘটেছে শাহদরা মেট্রো স্টেশনে। মেট্রো সূত্রে খবর, যাত্রীর নাম শৈলেন্দ্র মেহতা। বয়স ৫৮। প্ল্যাটফর্ম থেকে পড়ে গিয়ে সামান্য চোট পেয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE