বড় ধাক্কা খেলেন নীতীশ কুমার। বিহারে মদের উপর জারি করা কঠোর নিষেধাজ্ঞা খারিজ করে দিল পটনা হাইকোর্ট। প্রধান বিচারপতি ইকবাল আহমেদ আনসারি এবং নবনীতি প্রসাদ সিংহের ডিভিশন বেঞ্চ শুধু নিষেধাজ্ঞা তোলার নির্দেশই দেয়নি, নীতীশ সরকারের মদ নিষিদ্ধ করা আইনকে সংবিধান বিরোধী বলেও রায় দিয়েছে।
তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার আগেই নীতীশ কুমার ঘোষণা করেছিলেন, জিতে ফিরলে মদ নিষিদ্ধ করবেন রাজ্যে। জিতে ফেরার পর গত ১ এপ্রিল প্রথমে দেশি মদ তৈরি করা, বেচা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন তিনি। এর পর ৫ এপ্রিলের বিজ্ঞপ্তিতে বিদেশি মদেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। রীতিমতো কড়া আইন পাস হয় বিহার বিধানসভায়। আইনে বলা হয়, কোনও বাড়িতে মদ রাখা আছে ধরা পড়লে সেই পরিবারের যে কোনও প্রাপ্তবয়স্ক সদস্যকে গ্রেফতার করা হতে পারে। এই আইনে গত এপ্রিল থেকে ১৩ হাজারের বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন আইনে ধরা পড়লে ব্যক্তিগত জামিন দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়নি পুলিশকে।
তবে এত কিছুর পরও মদ বন্ধ করা যায়নি। বরং মদের বেআইনি কারবার বেড়ে গেছে বলে অভিযোগ করেন অনেকেই। গত মাসে মদে বিষক্রিয়ায় ১৭ জনের মৃত্যুও হয় পূর্ব বিহারের গোপালগঞ্জে।
মদ নিষেধাজ্ঞার এই আইনকে চ্যালেঞ্জ করে পটনা হাইকোর্টে গিয়েছিল বিহারের মদ ব্যবসায়ীদের সংগঠন। বহু জন ব্যক্তিগত উদ্যোগেও সরকারের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলাতেই আজ রায় দিল হাইকোর্ট।