পেটিএম-এর বিরুদ্ধে তাদের সংস্থার লোগো চুরির করার অভিযোগ আনল বিশ্বের অন্যতম অনলাইন পেমেন্ট সংস্থা পে প্যাল। ক্যালিফোর্নিয়ার এই সংস্থাটি সম্প্রতি পেটিএম-এর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। যদিও পে প্যালের অভিযোগকে সম্পূর্ণ নস্যাত্ করেছে পেটিএম।
কেন এই অভিযোগ? সমস্যাটাই বা কোথায়?
অভিযোগপত্রে সংস্থাটি জানিয়েছে, পেটিএম তাদের সংস্থার যে লোগো ব্যবহার করছে তা বিভ্রান্তিকর। লোগো-র রং এবং ডিজাইনের দিক থেকে। পেটিএম তাদের অনুকরণ করেই দু’ভাবে নীল রং-কে ব্যবহার করেছে নিজেদের লোগোতে। এমনকী লোগোর অক্ষরের স্টাইল-এও অনেকটা মিল রয়েছে। এতে পে-প্যালের গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে।
ভারতে লোগো রেজিস্ট্রেশনের জন্য প্রথমে কোনও সংস্থাকে লোগো-র বিজ্ঞাপণ দিতে হয়। বিজ্ঞাপনের পর ৪ মাস অপেক্ষা করতে হয়। এর মধ্যে যদি কেউ আপত্তি না জানায়, তা হলেই একমাত্র সেই লোগো-র অনুমোদন পাওয়া সম্ভব। চলতি বছরে ১৮ জুলাই লোগো-র বিজ্ঞাপন দিয়েছিল পেটিএম। ৪ মাস শেষ হওয়ার দিনই অর্থাৎ ১৮ সেপ্টেম্বর লোগো নিয়ে আপত্তি জানায় পে প্যাল সংস্থাটি। ভারতীয় ট্রেডমার্ক অফিসকে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
সূত্রের খবর, নোট নাকচের পরই দেশে পেটিএমের জনপ্রিয়তা অনেকটা বৃদ্ধি পেয়েছে। ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার ১৩ দিনের মধ্যেই ৫০ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে সংস্থাটি। আর্থিক লেনদেনের নিরিখে ক্রেডিট এবং ডেবিট কার্ডের থেকেও এগিয়ে রয়েছে সংস্থাটি। অন্য দিকে আমেরিকার পে প্যাল সংস্থাটি বিশ্বের অন্যতম প্রথম অনলাইন পেমেন্ট সংস্থা। পেটিএমের জনপ্রিয়তা এবং গ্রাহক বাড়াতেই কি এমন একটা পদক্ষেপ নিল পে প্যাল? তেমন প্রশ্নও উঠছে শুরু করেছে।
লোগো চুরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেও এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি পেটিএমের তরফ থেকে।
আরও পড়ুন: ফ্রি-তে স্মার্টফোন হাতাতে ডেলিভারি বয়কে মেরেই ফেলল জিম ট্রেনার!