Advertisement
E-Paper

টক্করে পেটিএম

হোয়াট্সঅ্যাপ বিকল থাকার সময়ে যে বিপুল সংখ্যক মানুষ ‘ইনবক্স’ ব্যবহার করেছেন তা-ও নয়। তবে দুই সংস্থার টক্করটা জবরদস্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ০৩:০৩

হোয়াট্সঅ্যাপের বিপর্যয়ের দিনেই সাইবার ক্ষেত্রে ঘটেছে দু’টি উল্লেখযোগ্য ঘটনা। আজ বাজারে এসেছে অ্যাপেলের ‘আইফোন ১০’। এতে হোয়াট্সঅ্যাপ ডাউনলোডের পরেই তা ক্র্যাশ করার কথাও বলেছেন কেউ কেউ। দ্বিতীয়টি হল, আজই পেটিএম চালু করেছে তাদের বার্তা পাঠানোর ব্যবস্থা ‘ইনবক্স’। হোয়াট্সঅ্যাপ বসে যাওয়ার সঙ্গে এর কোনও প্রযুক্তিগত সংযোগের কথা অবশ্য বলা হচ্ছে না।

হোয়াট্সঅ্যাপ বিকল থাকার সময়ে যে বিপুল সংখ্যক মানুষ ‘ইনবক্স’ ব্যবহার করেছেন তা-ও নয়। তবে দুই সংস্থার টক্করটা জবরদস্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ভারতে হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি। আর পেটিএম করেন ২২.৫ কোটি মানুষ। এখন পেটিএমই তার গ্রাহকদের ডিজিটাল লেনদেনের পাশাপাশি, হোয়াট্সঅ্যাপের মতো সহজ যোগাযোগের বাড়তি সুবিধা দিলে তা অনেককেই টানতে পারে। ফলে আপাতত ‘অ্যাডভান্টেজ পেটিএম’। কারণ, অনেক দিন ধরে বলে এলেও হোয়াট্সঅ্যাপ এখনও পেটিএমের মতো ডিজিটাল লেনদেনের ব্যবস্থা চালু করতে পারেনি। উল্টে তাদের উঠোনে আজ পা রাখল পেটিএম। তাৎক্ষণিক বার্তা বিনিময়ের জন্য চালু করল ‘ইনবক্স’। মাঝপথে কেউ যাতে কোনও বার্তা দেখতে-পড়তে-শুনতে বা বিকৃত করতে না পারে তার জন্য, আর সব সোশ্যাল নেটওয়ার্কি সাইটের মতো এতেও আছে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’। আছে পাঠানো বার্তা মুছে ফেলার ব্যস্থাও, হোয়াট্সঅ্যাপ যা সদ্য চালু করেছে চলতি সপ্তাহে। পেটিএমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীপক অ্যাবট বলছেন, ‘‘আমরা মনে করি, সোশ্যাল নেটওয়ার্ক, বাণিজ্য ও লেনদেন— তিনটিই একসঙ্গে অবাধে চলা উচিত। এক মঞ্চ থেকে সেই সুবিধা দিতে পারলে, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক অনেক জোরদার হবে।’’

Paytm Whatsapp Users
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy