Advertisement
১৯ মে ২০২৪

গাছে জল দিলেই ২০০০ টাকা জরিমানা!

প্রতি দিন ঘুম থেকে উঠে বাগান পরিচর্যা করা কি আপনার বহু দিনের অভ্যাস? অথবা ছুটির দিনের সকালে সাধের গাড়িটিকে ভাল করে ধোয়া কি রুটিনের অংশ? দু’টি প্রশ্নের একটিরও উত্তর যদি ‘হ্যাঁ’ হয় এবং আপনি যদি চণ্ডীগড়ের বাসিন্দা হন, তা হলে এখনই তা বদলে ফেলুন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ১১:০১
Share: Save:

প্রতি দিন ঘুম থেকে উঠে বাগান পরিচর্যা করা কি আপনার বহু দিনের অভ্যাস? অথবা ছুটির দিনের সকালে সাধের গাড়িটিকে ভাল করে ধোয়া কি রুটিনের অংশ? দু’টি প্রশ্নের একটিরও উত্তর যদি ‘হ্যাঁ’ হয় এবং আপনি যদি চণ্ডীগড়ের বাসিন্দা হন, তা হলে এখনই তা বদলে ফেলুন। কারণ এগুলি করতে গিয়ে যদি আপনি ধরা পড়েন, তা হলে মোটা জরিমানা দিতে হবে। এমনকী বাড়ির জলের সংযোগও কেটে দেওয়া হতে পারে। জলের অপচয় রোধ করতে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার স্থানীয় প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাসিন্দাদের কাউকে যদি সকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৮টার মধ্যে গাছে জল দেওয়া বা গাড়ি ধোয়ার কাজ করতে দেখা যায়, তা হলে প্রথমে তাঁর দু’হাজার টাকা জরিমানা হবে। একই অভিযোগের পুনরাবৃত্তি হলে অভিযুক্তের বাড়ির জলের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

চণ্ডীগড় পুরসভার এক আধিকারিক বলেন, “১৫ এপ্রিল থেকে ৩০ জুন আমাদের কর্মীদের ১৮টি দল শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখবে জলের অপচয় হচ্ছে কি না। আশা করছি এই ভাবে আমরা দলের অপচয় বন্ধ করার পাশাপাশি মানুষকে সচেতনও করে তুলতে পারব।”

আরও পড়ুন:
লাতুরে ওয়াগন পৌঁছতেই জলে ঝাঁপ কেজরীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Watering in garden Chandigarh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE