Advertisement
১৯ এপ্রিল ২০২৪
IRCTC

টাকা না দিয়েই তৎকালে বুক করা যাবে টিকিট, নয়া ব্যবস্থা রেলের

এত দিন পর্যন্ত কেবল জেনারেল কোটায় রিজার্ভেশনের ক্ষেত্রে এই পরিষেবা পেতেন যাত্রীরা। তৎকালের ক্ষেত্রে আগে থেকেই অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা জমা দিতেহত। তার পর আইআরসিটিসির পোর্টাল থেকে সেই টিকিট কনফার্মড করা হত। এ বার থেকে আইআরসিটিসি-র ‘পে অন ডেলিভারি’ অপশনে গিয়ে গন্তব্য স্থল ও অন্যান্য তথ্যদিলে বাড়িতেই পৌঁছে যাবে টিকিট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১৬:৩৫
Share: Save:

যাত্রী পরিষেবায় নয়া চমক আনল ভারতীয় রেল। এ বার থেকে টাকা না দিয়েই তৎকালে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। বুধবার এমনই ঘোষণা করেছে রেলেরঅধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)।আইআরসিটিসি-র ওয়েবসাইটে গিয়ে তৎকালে টিকিট কাটলে এই সুবিধা পাবেন যাত্রীরা।

আরও পড়ুন: ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী, শীঘ্রই চাকা গড়াবে বুলেট ট্রেনের!

এত দিন পর্যন্ত কেবল জেনারেল কোটায় রিজার্ভেশনের ক্ষেত্রে এই পরিষেবা পেতেন যাত্রীরা। তৎকালের ক্ষেত্রে আগে থেকেই অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা জমা দিতেহত। তার পর আইআরসিটিসির পোর্টাল থেকে সেই টিকিট কনফার্মড করা হত। এ বার থেকে আইআরসিটিসি-র ‘পে অন ডেলিভারি’ অপশনে গিয়ে গন্তব্য স্থল ও অন্যান্য তথ্যদিলে বাড়িতেই পৌঁছে যাবে টিকিট। হাতে টিকিট পেয়ে নগদ টাকায়, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন যাত্রীরা।

রেল সূত্রে খবর, আইআরসিটিসিতে প্রতি দিন প্রায় দেড় লক্ষ লেনদেন হয় তৎকালে। বেশির ভাগ ক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই এই কোটার সমস্ত টিকিট বুক হয়ে যায়। টাকা দিয়েওটিকিট কনফার্মড হয়নি এমন অভিযোগও রয়েছে।সে ক্ষেত্রে টাকা রিফান্ড হতে ৭ থেকে ১৫ দিন সময় লেগে যায়। এই নয়া পরিষেবা কার্যকরী হলে এ বার যাত্রীদের সেই হয়রানিঘুচবে বলেই মনে করছে রেল।

আরও পড়ুন: টিকিটে নাম বদল সহজেই

এক নজরে দেখে নিন কী কী করতে হবে যাত্রীদের—

• প্রথমে irctc.payondelivery.co.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করুন। (আইআরসিটিসি ইউসার নেম,
ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে)

• রেজিস্ট্রেশনের সময় আধার বা প্যান নম্বর দিতে হবে ৷

• আইআরসিটিসি পোর্টালের ‘পে অন ডেলিভারি’ অপশনে গিয়ে ক্লিক করে ‘ডেলিভারি অ্যাডরেস’
সিলেক্ট করতে হবে, সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস বাইমেল পৌঁছে যাবে

• ২৪ ঘণ্টার মধ্যে টিকিট পৌঁছে যাবে বাড়ির দরজায়

• হাতে টিকিট পেয়ে নগদে বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE