Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

এ বার থেকে ৫ টাকা দিলেই ফ্রেশ হয়ে নেওয়া যাবে দক্ষিণ দিল্লির রেস্তোরাঁগুলোতে!

রাস্তায় বেরিয়ে হঠাত্ করে শৌচালয়ের প্রয়োজন হয় পড়ল, কাছেপিঠে কোথাও সে রকম ব্যবস্থাও অনেক সময় চোখে পড়ে না। আবার সাধারণের ব্যবহারের জন্য শৌচালয় যদিও রাস্তার ধারে খুঁজে পাওয়া যায়, সেগুলোর ব্যবহারের মতো অবস্থায় পাওয়া যায় না!

ছবি- ফাইল চিত্র

ছবি- ফাইল চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১৪:১২
Share: Save:

রাস্তায় বেরিয়ে হঠাত্ করে শৌচালয়ের প্রয়োজন হয় পড়ল, কাছেপিঠে কোথাও সে রকম ব্যবস্থাও অনেক সময় চোখে পড়ে না। আবার সাধারণের ব্যবহারের জন্য শৌচালয় যদিও রাস্তার ধারে খুঁজে পাওয়া যায়, সেগুলোর ব্যবহারের মতো অবস্থায় পাওয়া যায় না! পথচলতি সাধারণ মানুষের যাতে এই সমস্যার মুখোমুখি হতে না হয় তার জন্য এ বার অভিনব নিয়ম আনল সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসডিএমসি)।

কী সেই নিয়ম?

এসডিএমসি কমিশনার পুনিত গোয়েল জানান, কর্পোরেশন এলাকার প্রায় ৪ হাজার হোটেল, রেস্তোরাঁ এবং বড় খাবার দোকানগুলির যে ওয়াশরুম রয়েছে সেগুলো জনসাধারণের কাজে ব্যবহার করা হবে। তবে অবশ্যই পে অ্যান্ড ইউজ-এর ব্যবস্থা থাকবে। এর জন্য ব্যবহারকারীকে ৫ টাকা খরচ করলেই হবে। গোয়েল আরও জানান, গরিব মানুষের কথা মাথায় রেখেই এই অর্থমূল্য ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: গুজরাতে চলন্ত গাড়িতে বাবার সামনেই দুই কিশোরীকে গণধর্ষণ

আগামী ১ এপ্রিল থেকে এই নিয়ম চালু করার কথা ভাবছে এসডিএমসি। এই নিয়ম চালু হলে মাত্র ৫ টাকার বিনিময়ে ফ্রেশ হয়ে নেওয়ার সুযোগ থাকছে হাতের মুঠোয়।

রেস্তোরাঁ ও ব্যবসায়ী সংগঠন এসডিএমসি-র এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। রেস্তোরাঁ সংগঠনের সভাপতি রিয়াজ অম্লানি বলেন, কর্পোরেশনের এই পদক্ষেপরে স্বাগত। ওয়াশরুম ব্যবহার করতে হলে সাধারণ মানুষকে হোটেল বা রেস্তোরাঁয় খেতেও হবে না। তবে জোর করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর চাপিয়ে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে আলোচনা করে দেখা হবে এতে আমাদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি লঙ্ঘিত হচ্ছে কিনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

South Delhi SDMC Pay And Use Toilet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE