Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus in India

বাড়তি তথ্য দিতে সময় পেল ফাইজ়ার

সংস্থাগুলির আবেদন খতিয়ে দেখতে বুধবার বৈঠকে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশন (সিডিএসসিও)-এর বিশেষজ্ঞ কমিটি।

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০৩:৫৬
Share: Save:

ফাইজ়ার সংস্থা জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের ছাড়পত্র চাইছে দেখেই তড়িঘড়ি একই আবেদন করেছে সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি তিন সংস্থাকে গবেষণার কিছু বাড়তি তথ্য দিতে বলায় সিরাম ও ভারত বায়োটেক তা বুধবার জমা দিয়েছে। কিন্তু প্রথম আবেদনকারী ফাইজ়ার বাড়তি কিছু দিন সময় চায়। সংস্থাগুলির আবেদন খতিয়ে দেখতে বুধবার বৈঠকে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশন (সিডিএসসিও)-এর বিশেষজ্ঞ কমিটি। তারা ফাইজ়ারকে আরও সময় দিতে সম্মত হয়েছে। এই তিনটি সংস্থা ছাড়াও মানবদেহে প্রথম/দ্বিতীয় পর্বের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়েছিল পুণের জেনোভা বায়ো-ফার্মাসিটিক্যাল। বিশেষজ্ঞ কমিটি প্রাণীদেহে তাদের টিকা প্রয়োগের ফলাফল খতিয়ে দেখে মানবদেহে তা প্রয়োগের ছাড়পত্র দিয়েছে। তবে সংস্থাটিকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই এমআরএনএ প্রতিষেধকের প্রথম পর্বের পরীক্ষামূলক প্রয়োগে স্বেচ্ছাসেবকদের উপর কী প্রভাব পড়েছে তা খতিয়ে দেখেই দ্বিতীয় পর্বের প্রয়োগ শুরু হওয়ার ছাড়পত্র দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE