করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যে দিশাহারা অবস্থায় পড়েছিলেন দেশবাসী, তারই ছবি উঠে এল গুগল সার্চের বছর ভরের সমীক্ষায়। অক্সিজেনের অভাবে মৃত্যুর তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে না থাকলেও গুগল সার্চের প্রবণতা থেকে স্পষ্ট হচ্ছে অক্সিজেন-সঙ্কটের ছবিও।
বুধবারই ২০২১ সাল ধরে যে সমস্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি খোঁজ নিয়েছে নেট-জনতা, সেই তালিকা প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। সেই তালিকা দেখলেই বোঝা যাচ্ছে কোভিড-সঙ্কট কী ভাবে আঘাত করেছিল দেশবাসীকে। গুগলে কোনও কিছু খোঁজার একটি জনপ্রিয় বিভাগ হল ‘নিয়ার মি’, অর্থাৎ যিনি খুঁজছেন তার কাছাকাছি কোনও কিছু সম্পর্কে খোঁজ নেওয়ার উপায়। ভারতের
সেই ‘নিয়ার মি’-র প্রথম সাতটিতেই প্রত্যক্ষ ভাবে কোভিড-সঙ্কটের ছায়া দেখা যাচ্ছে।
তালিকায় প্রথমে রয়েছে ‘কোভিড ভ্যাকসিন নিয়ার মি’, অর্থাৎ নিকটবর্তী কোভিড টিকাকরণ কেন্দ্রের খোঁজ সবচেয়ে বেশি হয়েছে সারা বছর ধরে। দ্বিতীয় স্থানে রয়েছে কোভিড পরীক্ষাকেন্দ্রের খোঁজ। বিচ্ছিন্নবাসে থাকা অনেকে যে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার খোঁজ করেছেন তা বোঝা যায়, ‘নিকটবর্তী খাবার ডেলিভারি’-র তিন নম্বরে ও ‘টিফিন সার্ভিসের’ ছয় নম্বরে থাকা দেখে। নিকটবর্তী কোভিড হাসপাতাল ও
সিটি স্ক্যান করার খোঁজ রয়েছে পাঁচ ও সাত নম্বরে।