‘কল ড্রপ’ সমস্যা মোকাবিলায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘কল ড্রপ’-এর জন্য যাতে ‘ডেটা কানেক্টিভিটি’-তে সমস্যা না হয় সে দিকেও নজর দিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ জানিয়েছেন তিনি। এ বিষয়ে সোমবার নয়াদিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন মোদী। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগাড়িয়া, প্রধানমন্ত্রীর দফতর-সহ বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকেরা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের ডিজিটাল সংযোগের পরিকাঠামো নিয়ে পর্যালোচনা করা হয় বলে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) সূত্রে জানা গিয়েছে। এ নিয়ে একটি সরকারি বিবৃতিও প্রকাশ করা হয়েছে এ দিন।
‘কল ড্রপ’-এর মতো সমস্যা সাধারণ মানুষের ব্যবহারিক জীবনে সরাসরি প্রভাব ফেলে বলে মত মোদীর। পিএমও-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে পরিকাঠামোগত বিষয়ের সমন্বয় সাধনেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, বিদ্যুৎ পরিষেবার আওতার বাইরে থাকা দেশের সমস্ত গ্রামে এক হাজার দিনের মধ্যে এর সংযোগের ব্যবস্থা করতে জোর দিয়েছেন মোদী। এর খুঁটিনাটি বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। বস্তুত, স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিই ছিল, এক হাজার দিনের মধ্যে বিদ্যুৎহীন গ্রামে এর সংযোগ পৌঁছে দেওয়া।