Advertisement
২০ মে ২০২৪
Narendra Modi

হেড কনস্টেবল পদে ‘পরীক্ষার্থী’ নরেন্দ্র মোদী

সিআরপিএফের হেড কনস্টেবল পদে চাকরি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! শুনতে অবাক লাগলেও অ্যাডমিট কার্ড যা ছাপা হয়েছে তাতে তো এটাই সত্যি। বিষয়টা ঠিক কী?

এই সেই অ্যাডমিট কার্ড।

এই সেই অ্যাডমিট কার্ড।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ১৭:০৫
Share: Save:

সিআরপিএফের হেড কনস্টেবল পদে চাকরি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! শুনতে অবাক লাগলেও অ্যাডমিট কার্ড যা ছাপা হয়েছে তাতে তো এটাই সত্যি।

বিষয়টা ঠিক কী?

রামপুরে সিআরপিএফ-এ নিয়োগের পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল তারই একটিতে রয়েছে দেশের প্রধানমন্ত্রীর নাম ও ছবি। আধিকারিকদের বক্তব্য, কেউ ইচ্ছে করেই এই কাণ্ড ঘটিয়েছে। গত ১৫ জুলাই এই পরীক্ষা নেওয়া হয়। মোদীর নাম ও ছবি-সহ ওই অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নম্বরও!

তবে নাম ও ছবি মোদীর হলেও জন্ম তারিখ ১৯৯২-এর ১৮ অক্টোবর। আবেদনপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, প্রার্থী অমৃতসরের সমরই গ্রামের বাসিন্দা। ওই রোল নম্বরের পরীক্ষার্থী অবশ্য পরীক্ষা দিতে হাজির হননি। বিষয়টি আধিকারিকদের নজরে আসার পরই অবশ্য অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়।

আবেদনপত্র জমা দেওয়ার কাজ অনলাইনে হওয়ার সুযোগ নিয়েই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা কর্তৃপক্ষের। খুব শীঘ্রই এই ঘটনার সঙ্গে যুক্তদের হদিশ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi CRPF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE