Advertisement
E-Paper

‘মন কী বাত’-এ মোদীর মুখে কোচবিহারের বিনয় দাসের প্রশংসা! এল জাতীয় ভোট দিবসের প্রসঙ্গও

মোদী জানান, ভোটদান শুধু সাংবিধানিক অধিকার নয়, গুরুত্বপূর্ণ দায়িত্বও। ভারতের ভবিষ্যৎ গড়ার জন্য নাগরিকদের কণ্ঠস্বর জোরালো করে ভোট। দেশের মানুষকে ভোটদানের আর্জি জানিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:০০
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

বছরের প্রথম ‘মন কী বাত’-এ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল কোচবিহারের বিনয় দাসের প্রশংসা। সেই সঙ্গে সাধারণতন্ত্র দিবস থেকে জাতীয় ভোটার দিবস, ভজনের নতুন রূপ, সব নিয়েই বললেন নিজের কথা। পাশাপাশি জানালেন, ভারতের অর্থনীতির অগ্রগতি হচ্ছে দ্রুত। তাই গুণমানের উপর জোর দেওয়ার কথা বললেন মোদী।

কোচবিহারে হাজার হাজার গাছ পুঁতেছেন বিনয়। রবিবার সেই বিনয়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগ কী ভাবে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা গ্রহণ করে, বিনয় তার উজ্জ্বল দৃষ্টান্ত। যাঁর নাম প্রধানমন্ত্রীর ভাষণে রবিবার সকালে শোনা গিয়েছে, তিনি নিজে কিন্তু বিষয়টি পরে জেনেছেন। বিনয়ের কথায়, ‘‘আমি আগে যদি জানতাম, তা হলে তো মন কী বাত শুনতাম। কিন্তু আমি জানতাম না। প্রধানমন্ত্রীর ভাষণও শুনিনি। পরে অন্যদের মুখ থেকে জানলাম যে, আমার নাম আর আমার কাজের কথা মোদীজি বলছেন।’’ বিনয় আরও বলেন, ‘‘আমরা কোচবিহারের মতো ছোট শহরে থাকি। আমাদের কাজের খোঁজ প্রধানমন্ত্রীর কাছে কখনও পৌঁছোবে, সে আশা তো ছিল না। তা সত্ত্বেও যখন দেখলাম যে, ভারতের প্রধানমন্ত্রী আমাদের কাজের খোঁজখবর রাখছেন, আমাদের পরিশ্রমকে মান্যতা দিচ্ছেন, তখন আনন্দ তো হবেই।’’

বিনয়ের বাড়ি কোচবিহারের হাজরাপাড়ায়। তিনি রাজবাড়ির এক জন আধিকারিক। গত ১৫ বছর ধরে তিনি গাছ লাগিয়ে চলেছেন। এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার চারাগাছ লাগিয়েছেন তিনি। রক্ষা করেছেন বহু গাছ। সেই বিনয়ের প্রশংসা করলেন মোদী। পাশাপাশি, তিনি মধ্যপ্রদেশের জঙ্গলের গার্ড জগদীশপ্রসাদ আহিরওয়ারের প্রশংসা করেছেন।

রবিবার, ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই দিন প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সে কথা মনে করিয়ে মোদী বলেন, ‘‘আজ জাতীয় ভোটার দিবস। গণতন্ত্রের আত্মা হলেন ভোটারেরা। সাধারণত ১৮ বছর বয়স হলে ওই ব্যক্তি ভোটার হন। মানুষের জীবনে এটা সাধারণ পর্যায় হলেও এটা বড় বিষয়, ভারতীয়দের জীবনে বড় মাইলফলক। এ দেশে ভোটার হয়ে উদ্‌যাপন করা তাই খুবই গুরুত্বপূর্ণ।’’ কেন্দ্রের উদ্যোগে তৈরি ‘মাই-ভারত ভলান্টিয়ার’-কে চিঠিও দিয়েছেন মোদী। সেখানে লিখেছেন, ভোটদান শুধু সাংবিধানিক অধিকার নয়, গুরুত্বপূর্ণ দায়িত্বও। ভারতের ভবিষ্যৎ গড়ার জন্য নাগরিকদের কণ্ঠস্বর জোরালো করে ভোট। দেশের মানুষকে ভোটদানের আর্জি জানিয়েছেন।

সোমবার সাধারণতন্ত্র দিবস। সেই নিয়েও ‘মন কী বাত’ অনুষ্ঠানে কথা বলেছেন মোদী। তরুণ ভারতীয়দের উদ্যোগ (স্টার্টআপ)-এর প্রসঙ্গও এসেছে মোদীর ভাষণে। তিনি জানিয়েছে, এনআই, সেমিকন্ডাক্টর, স্পেস, নিউক্লিয়ার এনার্জি, বায়োটেকনোলজি— সব ক্ষেত্রেই ভারতীয়দের উদ্যোগ উল্লেখযোগ্য চিহ্ন রেখেছে। ভজনকে আধুনিক ভাবে পরিবেশন করা নিয়েও মন্তব্য করেছেন মোদী। তাঁর মতে, ভক্তিকে ‘হালকা ভাবে’ নেওয়া উচিত নয়।

PM Narendra Modi Man Ki Baat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy