পদমর্যাদায় প্রথম সারিতে বসার কথা তাঁর। কিন্তু আজ দলের ‘সংসদ কার্যশালা’-তে শেষ সারিতে বসে আম বিজেপি সাংসদের মতো ওই অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কার্যশালা বা কর্মশালার শেষে আগামী মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে কী ভাবে ভোট দিতে হবে তারও মহড়া দেন বিজেপি সাংসদেরা। আগামিকাল এমনই এক মহড়া ভোটে অংশ নেবেন বিরোধী ইন্ডিয়া মঞ্চের সাংসদেরাও। এ দিকে আজ তাঁকে ভোট দেওয়ার জন্য আহ্বান করে সমস্ত সাংসদের উদ্দেশে বার্তা দিয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি।
আজ থেকে সংসদের বালযোগী প্রেক্ষাগৃহে শুরু হয়েছে বিজেপির ওই কর্মশালা। সূত্রের মতে, বৈঠকে জিএসটি ব্যবস্থায় সংস্কারসাধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানায় গোটা দল। আজ সকাল ১০.৪৫ নাগাদ প্রেক্ষাগৃহে পৌঁছন নরেন্দ্র মোদী। তাঁর জন্য প্রেক্ষাগৃহের প্রথম সারির আসন বরাদ্দ থাকলেও, সবাইকে অবাক করে দিয়ে মোদী একেবারে তিনি শেষ সারিতে গিয়ে বসেন। সারা দিন সেই আসনে বসেই কৃষি, শিক্ষা, রেল ও জিএসটি সংস্কার নিয়ে হওয়া আলোচনায় অংশ নেন তিনি। পরে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘‘আজকের সংসদ কার্যশালায় অংশ নিলাম। যাতে দেশের নানা প্রান্তের বিজেপি সাংসদেরা অংশগ্রহণ করেছিলেন। বৈঠকে বিভিন্ন বিষয়ে দলের বর্ষীয়ান নেতারা মতবিনিময় করেন।’’
সূত্রের মতে, আলোচনার শেষে কী ভাবে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হয় সেই মহড়া হয়। আগামিকালও দুপুরেও ওই মহড়া হবে। হবে বাকি বিষয় নিয়ে আলোচনা। আগামিকাল রাতে প্রধানমন্ত্রীর বাড়িতে বিজেপি সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ করার কথা ছিল মোদীর। কিন্তু পঞ্জাবে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার কথা রয়েছে তাঁর, তাই সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
অন্য দিকে ইন্ডিয়া মঞ্চের সাংসদদের আগামিকাল নৈশভোজে আমন্ত্রণ করতে চলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তাঁর আগে কাল দুপুরে পুরনো সংসদের সেন্ট্রাল হলে উপরাষ্ট্রপতি নির্বাচনে কী ভাবে ভোট দিতে সেই মহড়ায় অংশ নেবেন বিরোধী সাংসদেরা। অন্য দিকে আজ দেশের হিতের কথা ভেবে তাঁকে ভোট দেওয়ার জন্য রাজনৈতিক দল নির্বিশেষে আহ্বান জানান বিরোধী ইন্ডিয়া মঞ্চের প্রার্থী সুদর্শন রেড্ডি।
আজ একটি বার্তায় রেড্ডি বলেছেন, ‘‘আগামী ২-৩ দিনের মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। তাই সকলের কাছে আমার প্রার্থনা দেশহিতে ভেবে চিন্তে ভোট দিন। আমি মনে করি আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, তা আপনার বা আমার নয়, পুরো দেশের স্বার্থে নেবেন। আপনারা যে সিদ্ধান্ত নেবেন তা আমি মেনে নিতে প্রস্তুত। এই দেশ সকলের। এই দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের। এই ভোট কেবল উপরাষ্ট্রপতি পদের ভোট নয়, ভারতের আত্মার জন্য ভোট। আসুন আমরা সকলে মিলে গণতন্ত্রকে শক্তিশালী করতে এগিয়ে আসি।যাতে ভবিষ্যতে পরবর্তী প্রজন্ম গর্ব করতে পারে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)