Advertisement
১১ মে ২০২৪
National News

অচল সংসদ, প্রতিবাদে পরশু অনশন মোদীর

সংসদের বাজেট অধিবেশনের কাজকর্ম বিরোধীরা পণ্ড করছেন বলে বিজেপি-সহ শাসক এনডিএ-র তরফে বহু দিন ধরেই অভিযোগ করা হচ্ছিল। গত সপ্তাহে বিজেপি-র তরফে জানানো হয়, এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার দলের সব সাংসদ অনশন করবেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে সেই অনশনের শরিক হবেন, বিজেপি-র তরফে তা এ দিন জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। -ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ১৯:৫৪
Share: Save:

বৃহস্পতিবার অনশন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের সংসদ অচল করে দেওয়ার প্রতিবাদে।

বিজেপি-র তরফে মঙ্গলবার এ কথা জানিয়ে বলা হয়েছে, ওই দিন ২৪ ঘণ্টা কিছু না খেয়ে প্রধানমন্ত্রী তাঁর সরকার ও দলের যাবতীয় কাজকর্ম করবেন। ওই দিন অনশন করবেন বিজেপি-র সব সাংসদই।

সংসদের বাজেট অধিবেশনের কাজকর্ম বিরোধীরা পণ্ড করছেন বলে বিজেপি-সহ শাসক এনডিএ-র তরফে বহু দিন ধরেই অভিযোগ করা হচ্ছিল। গত সপ্তাহে বিজেপি-র তরফে জানানো হয়, এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার দলের সব সাংসদ অনশন করবেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে সেই অনশনের শরিক হবেন, বিজেপি-র তরফে তা এ দিন জানানো হয়েছে।

বিজেপি সভাপতি অমিত শাহও ওই দিন অনশন করবেন। তবে অমিত এখন রয়েছেন কর্নাটকে। আসন্ন রাজ্য বিধানসভা ভোটের প্রচারে।

গতকাল রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে কংগ্রেস অনশন করে দলের সভাপতি রাহুল গাঁধীর নেতৃত্বে। দলিতদের বিক্ষোভ দমনের প্রচেষ্টা রুখতে সরকারি ব্যর্থতার প্রতিবাদে।

আরও পড়ুন- লম্বা ‘ক্লাস’ নিলেন মোদী​

আরও পড়ুন- গণতন্ত্রের কণ্ঠরোধ​

কংগ্রেসের সেই অনশন নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সরব হন বিজেপি নেতারা। অনশন চলার সময় দুই কংগ্রেস নেতা অজয় মাকেন ও অরবিন্দর সিংহ লাভলি একটি রেস্তোরাঁয় বসে খাচ্ছেন, সেই ছবি টুইট করে দেন বিজেপি নেতারা। পরে কংগ্রেসের তরফে জানানো হয়, ওই অনশন ছিল প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE