Advertisement
E-Paper

২৪ বছর আগে সরকারের প্রধান হিসাবে প্রথম শপথ! সেই ছবি পোস্ট করলেন আবেগাপ্লুত মোদী

কোন কঠিন পরিস্থিতিতে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে জন্য তাঁর দল যে তাঁর উপরে আস্থা রেখেছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:০০
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

২৫ বছর ধরে সরকারের প্রধান হয়ে জনগণের সেবা করছেন। তাই সমাজমাধ্যমে সেই জনগণকেই কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের জন্য এ ভাবেই কাজ করে যাওয়ার শপথ নিলেন তিনি। স্মরণ করলেন মায়ের পরামর্শও। আবেগাপ্লুত হয়ে সমাজমাধ্যমে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সেই ছবিও পোস্ট করেছেন মোদী। তিন বার প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণের ছবিও পোস্ট করেছেন। এর পরে আঙুল তুলেছেন পূর্বতন ইউপিএ সরকারের দিকেও।

২০০১ সালে আজকের তারিখেই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বার শপথ নিয়েছিলেন মোদী। পূর্বতন মুখ্যমন্ত্রী কেশুভাই পটেলকে সরিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন তিনি। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মোদী লেখেন, ‘‘২০০১ সালের এই দিনে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বার শপথ নিয়েছিলাম। সরকারের প্রধান হিসাবে জনগণের সেবা করছি ২৫ বছর ধরে। এ জন্য ভারতবাসীকে ধন্যবাদ। ভারতের জনগণকে কৃতজ্ঞতা জানাই। এতগুলি বছর ধরে সব সময় চেষ্টা করেছি যাতে আমাদের জীবনযাপন এবং দেশের উন্নতি হয়।’’

২০০১ সালে আজকের তারিখেই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বার শপথ নিয়েছিলেন মোদী। সেই ছবি পোস্ট করেছেন তিনি।

২০০১ সালে আজকের তারিখেই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বার শপথ নিয়েছিলেন মোদী। সেই ছবি পোস্ট করেছেন তিনি। ছবি: নরেন্দ্র মোদীর এক্স অ্যাকাউন্ট থেকে।

কোন কঠিন পরিস্থিতিতে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সে জন্য তাঁর দল যে তাঁর উপরে আস্থা রেখেছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন। ওই বছরেই ভুজে হয়েছিল ভূমিকম্প। প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো ছিল বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ওই বছরেই বড় ভূমিকম্পে বিধ্বস্ত ছিল রাজ্য। তার আগের বছরগুলিতে হয়েছিল সুপার সাইক্লোন, খরা, রাজনৈতিক অস্থিরতা। ওই চ্যালেঞ্জগুলিই মানুষের সেবা করার সঙ্কল্প আরও দৃঢ় করেছিল। প্রাণশক্তি এবং আশা দিয়ে গুজরাত পুনর্গঠনের সঙ্কল্প আরও মজবুত করা হয়েছিল।’’

শপথ নেওয়ার দিনে মা হীরাবেন কোন দু’টি পরামর্শ দিয়েছিলেন, সে কথাও স্মরণ করলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘‘যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিই, তখন মা দু’টি কথা বলেছিলেন। তা এখনও মনে রয়েছে। তিনি বলেছিলেন— আমি তোমার কাজ খুব বেশি বুঝি না। কিন্তু দু’টি জিনিস চাই। এক, তুমি সব সময় গরিবদের জন্য কাজ করবে। দুই, তুমি কখনও ঘুষ নেবে না।’’ তিনি জানান, মায়ের সেই কথা মেনে আজও প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি।

২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বার শপথগ্রহণ করছেন নরেন্দ্র মোদী।

২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বার শপথগ্রহণ করছেন নরেন্দ্র মোদী। ছবি: এক্স।

গত ২৪ বছর ধরে সরকার চালানোর সময় কী অভিজ্ঞতা হয়েছে, তা-ও লিখেছেন মোদী। কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তা-ও জানিয়েছেন। প্রধানমন্ত্রী লেখেন, ‘‘যখন আমি মুখ্যমন্ত্রী হই, তখন মনে করা হয়েছিল, গুজরাত কখনও উন্নতি করবে না। কৃষক-সহ সাধারণ মানুষ জল, বিদ্যুতের অভাব নিয়ে অভিযোগ করতেন। কৃষি, শিল্পে উন্নতি আটকে ছিল। সেখান থেকে আমরা গুজরাতকে সুশাসনের কেন্দ্রে নিয়ে এসেছি।’’ তিনি আরও জানিয়েছেন, অতীতে খরা, নিয়মিত কার্ফু গুজরাতের উন্নয়নে বাধা দিচ্ছিল। ক্রমে সেই ছবি পাল্টে যায়। এর পরে তিনি আঙুল তুলেছেন পূর্বতন ইউপিএ সরকারের দিকে। তিনি লিখেছেন, ‘‘সেই সময় ভরসা এবং সুশাসনের ঘাটতি দেখা গিয়েছিল দেশে। দুর্নীতি, স্বজনপোষণ, নীতিপঙ্গুত্বের সমার্থক ছিল ইউপিএ সরকার।’’ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ দেশে কী ভাবে উন্নয়ন হচ্ছে, কী ভাবে ‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণ হচ্ছে, তা-ও জানিয়েছেন আবেগপ্রবণ প্রধানমন্ত্রী।

PM Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy