Advertisement
২৩ অক্টোবর ২০২৪
Eid 2024

হাসিনাকে ইদে শুভেচ্ছা মোদীর

আগামী সপ্তাহে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন শেখ হাসিনা। ২১ জুন ভারতে পৌঁছবেন তিনি। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ০৮:১৭
Share: Save:

ইদ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা চিঠিতে মোদী লিখেছেন, ‘এই উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধের কথা মনে করায়। শান্তিপূর্ণ পৃথিবী গড়তে যা একান্ত প্রয়োজনীয়’। মোদী লিখেছেন, ‘বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হল ইদুল-আজহা’। চিঠিতে হাসিনার সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

আগামী সপ্তাহে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন শেখ হাসিনা। ২১ জুন ভারতে পৌঁছবেন তিনি। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়াও একাধিক বিশিষ্ট জনের সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর। সম্প্রতি প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানেও নয়াদিল্লিতে হাজির ছিলেন হাসিনা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE