E-Paper

সুদর্শন চক্রে শত্রুকে মারবে নতুন ভারত, হুঙ্কার মোদীর

শুক্রবার প্রথমে কর্নাটকের উদুপিতে যান মোদী। রোড-শো করে শ্রীকৃষ্ণ মঠে পৌঁছন। উপস্থিত ছিলেন বিভিন্ন মঠের সন্ন্যাসী, পণ্ডিত ও কয়েকশো ছাত্রছাত্রী। মোদী পৌঁছোনোর পরে শুরু হয় ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ০৯:১২
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

প্রথমে কর্নাটকের উদুপি, সেখান থেকে দক্ষিণ গোয়া। দূষণজর্জর দিল্লি থেকে দূরে দুই রাজ্যে দিনভর ধর্মীয় নানা অনুষ্ঠানে ব্যস্ত রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানে ধর্মের সঙ্গে রাষ্ট্রনীতি তো বটেই, পরোক্ষে রাজনীতিকেও টেনে ফের পাকিস্তানকে হুঁশিয়ারিও দিলেন।

শুক্রবার প্রথমে কর্নাটকের উদুপিতে যান মোদী। রোড-শো করে শ্রীকৃষ্ণ মঠে পৌঁছন। উপস্থিত ছিলেন বিভিন্ন মঠের সন্ন্যাসী, পণ্ডিত ও কয়েকশো ছাত্রছাত্রী। মোদী পৌঁছোনোর পরে শুরু হয় ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরে সভায় ভাষণে মোদী বলেন, ‘ভগবদ্গীতার বার্তা কেবল আধ্যাত্মিকতা নয়, বরং দেশগঠন ও মানব কল্যাণের জন্যও নির্দেশ দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষা থেকে বোঝা যায়,শান্তি ও সত্য প্রতিষ্ঠার জন্য কখনও কখনও অত্যাচারীদের ধ্বংস করা প্রয়োজন।’’ এর পরেই সুদর্শনচক্রের প্রসঙ্গ টেনে মোদী দাবি করেন, ‘‘আগে দেশে জঙ্গি হামলা হলে সরকার কিছু করত না। কিন্তু এটা নতুন ভারত। কারও সামনে মাথা নত করে না।’’ ভারতীয় সেনার আকাশরোধী প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) এস-৪০০ই সুদর্শন চক্র-র উল্লেখ করে মোদী বলেন, ‘‘আমাদের সুদর্শন চক্র শত্রুকে ছিন্নভিন্ন করে দেবে। অপারেশন সিঁদুরেই তা প্রমাণ হয়ে গিয়েছে।’’ প্রসঙ্গত ‘অপারেশন সিঁদুর’ পর্বে এস-৪০০ পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যাপকসাফল্য পেয়েছিল।

চলতি সপ্তাহেই মোদী অযোধ্যায় রামমন্দিরে ধ্বজা উত্তোলন করেছেন। এ দিন তিনি বলেন, “রামমন্দির আন্দোলনে উদুপির অবদান গোটা দেশ জানে।” দেশে বিজেপি সরকারের ‘সুশাসনের’ উল্লেখ করে মোদী বলেন, “জনসঙ্ঘ ও বিজেপি যে সুশাসনের মডেল দিয়েছে, তার ভিত গড়াহয়েছিল উদুপিতে।” দক্ষিণ গোয়ার গিয়ে ঐতিহাসিক ‘শ্রী সমস্থান গোকর্ণ জীবোত্তম মঠে’ ৭৭ ফুট দীর্ঘ ব্রোঞ্জের তৈরি শ্রীরামের একটি মূর্তির আবরণ উন্মোচন করেন মোদী। মূর্তিটি তৈরি করেছেন শিল্পী রাম সুতার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

PM Narendra Modi India-Pakistan India-Pakistan Tension indian politics

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy