Advertisement
০৩ মে ২০২৪
Prime Minister

বাজপেয়ীর লেখা কবিতা স্থান পেল পাঠ্য পুস্তকে

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর হিন্দি ভাষা ও ভারতের বিকাশে অবদান স্মরণ করতেই এই অন্তর্ভুক্তি বলে জানা গিয়েছে।

অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক ‘বসন্ত’-এ বাজপেয়ীর কবিতা। ফাইল চিত্র।

অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক ‘বসন্ত’-এ বাজপেয়ীর কবিতা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৬
Share: Save:

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর লেখা কবিতা অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল ‘দ্য ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’(এনসিইআরটি)। আগামী শিক্ষাবর্ষ থেকে হিন্দি ভাষা বিষয়ক বইয়ে এই কবিতাটি যুক্ত করা হবে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনুসারে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর হিন্দি ভাষা ও ভারতের বিকাশে অবদান স্মরণ করতেই এই অন্তর্ভুক্তি বলে জানা গিয়েছে।

অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক ‘বসন্ত’-এ বাজপেয়ীর কবিতা অন্তর্ভুক্ত হবে বলে জানা গিয়েছে। ‘কদম মিলকর চলনা হোগা’ কবিতাটি সামনের বছর থেকে পড়বে অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীরা। এনসিইআরটি-র বসন্ত বইতে রয়েছে হিন্দি ভাষায় নাম করা লেখকদের ছোটগল্প, কবিতা ও গদ্য। রামধারি সিংহ দিনকর, হাজারিপ্রসাদ দ্বিবেদী, সূর্যকান্তি ত্রিপাঠী, হরিশংকর পারসাইয়ের মতো লেখকদের পাশে এ বার স্থান পেল বাজপেয়ীর কবিতাও।

এ বছর মার্চ মাসে বেরনো এনসিইআরটি-র নতুন বইয়ে স্থান পাবে এটি। তবে এর জন্য কোনও কবিতা সরানো হবে না শুধুমাত্র এই কবিতাটি অন্তর্ভুক্ত হবে তা অবশ্য জানা যায়নি। এই কবিতার অন্তর্ভুক্তি নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি এনসিইআরটি-র ডিরেক্টর ঋষিকেশ সেনাপতি।

গত বছরের ১৬ অগস্টে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছিল বিজেপি-র প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী। তারপরেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বাজপেয়ীর কীর্তি পাঠ্য বইয়ে উল্লেখ করার জন্য অনুরোধ জানায় এনসিইআরটি-কে।

আরও পড়ুন: দাদা মাসুদ আজহারের ছায়ায় পাকিস্তানে বসে জইশের ফিদায়েঁ অপারেশন চালাচ্ছে আসগর

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NCERT Text Book Atal Bihari Vajpayee Peom
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE