উপত্যকায় একের পর এক স্কুল পোড়ানোর রহস্য তারা সমাধান করতে পেরেছে বলে দাবি করল জম্মু-কাশ্মীর পুলিশ। গত কয়েক মাসে উপত্যকার অশান্ত পরিস্থিতির মধ্যে দক্ষিণ কাশ্মীরে ২৭টি স্কুল পোড়ানোর ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে রহস্যজনক ভাবে স্কুলগুলিতে আগুন লাগে। পুলিশ জানিয়েছে যে এই ঘটনাগুলির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধৃত ২১, চিহ্নিত করা হয়েছে প্রায় ৩০ জনকে। সূত্রের বক্তব্য, স্কুল পোড়ানোর পিছনে রয়েছে পাকিস্তানের ষড়যন্ত্র। তবে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানিও স্কুল পোড়ানোর ঘটনা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ জানিয়েছেন। এই ঘটনাগুলির পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে জম্মু-কাশ্মীর সরকার।