Advertisement
E-Paper

গ্রেফতার ৩

পুলিশ ও স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল তিন চোরাশিকারি। পুলিশ জানায়, বোকাখাটের কাজিরাঙা এলাকা থেকে পুলিশ আজ মোহন দোলে নামে এক গন্ডার শিকারিকে গ্রেফতার করে। তার কাছে মিলেছে একটি .৩০৩ রাইফেল ও ৬ রাউন্ড গুলি।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৩১

পুলিশ ও স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল তিন চোরাশিকারি। পুলিশ জানায়, বোকাখাটের কাজিরাঙা এলাকা থেকে পুলিশ আজ মোহন দোলে নামে এক গন্ডার শিকারিকে গ্রেফতার করে। তার কাছে মিলেছে একটি .৩০৩ রাইফেল ও ৬ রাউন্ড গুলি। অন্য দিকে, নগাঁও জেলার জখলাবান্ধায় অভিযান চালিয়ে পুলিশ রমজান আলি ও জামালুদ্দিন নামে দু’জন শিকারিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে একটি রাইফেল ও ১৩টি গুলি। দু’জনের বাড়ি হারমতি এলাকায়।

Police arms kajiranga bangaon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy