বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে মেঘালয়ে ঢোকা পাঁচ যুবকের হদিস খুঁজতে মরিয়া পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত কাল দক্ষিণ গারো পাহাড়ের বাংলাদেশ সীমান্ত পার হয়ে ৭ যুবক মেঘালয়ের বাঘমারায় ঢুকেছে বলে খবর ছড়ায়। স্থানীয় গ্রামবাসীদের দাবি, সকলের পিঠে ব্যাগ ছিল। তারা স্থানীয়দের কাছে গুয়াহাটি যাওয়ার রাস্তা জানতে চায়। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন। ইতিমধ্যে দু’জন সীমান্ত পার হয়ে ফের বাংলাদেশে চলে যায়। কিন্তু বাকি পাঁচ জন গুয়াহাটি রওনা হয়। তাদের খোঁজে এ দিন দক্ষিণ গারো হিল পুলিশ তল্লাশি শুরু করেছে। সতর্ক করা হয়েছে গুয়াহাটি পুলিশকেও।
মেঘালয় থেকে গুয়াহাটি যাওয়ার রাস্তায় চলছে নজরদারি। দক্ষিণ গারো পাহাড়ের এসপি আনন্দ মিশ্র জানান, এখনও ওই খবর সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ওই এলাকা থেকে বৃষ্টির সময় গারো পাহাড় ও জঙ্গল পার হয়ে গুয়াহাটি যেতে এক সপ্তাহ সময় লাগার কথা। মূল সড়কে কড়া নজরদারি পার হয়ে কারও পক্ষেই গুয়াহাটি যাওয়া সম্ভব নয়। বাংলাদেশ থেকে আসা যুবকদের চেহারাও গারোদের থেকে আলাদা হবে।