পাম্পে গিয়ে ১২০ টাকার পেট্রল চেয়েছিলেন এক পুলিশ আধিকারিক। কিন্তু তাঁকে ৭২০ টাকার পেট্রল দিলেন পাম্পকর্মী। আর এখান থেকেই বচসার সূত্রপাত। কেন তাঁকে বেশি পেট্রল দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন করেন পুলিশ আধিকারিক। তখন পাম্পকর্মী জানান, ভুল করে তিনি বেশি পেট্রল দিয়ে ফেলেছেন।
পাম্পকর্মীর এই স্বীকারোক্তি শুনে মেজাজ হারিয়ে ফেলেন পুলিশ আধিকারিক। অভিযোগ, রাগের বশে পাম্পকর্মীকে চড় মারেন তিনি। সহকর্মীকে পুলিশের হাতে হেনস্থা হতে দেখে বাকি কর্মীরা এবং পাম্পের ম্যানেজারও রুখে দাঁড়ান। অভিযোগ, তাঁরা সকলে মিলে পাল্টা ওই পুলিশ আধিকারিককে মারধর করেন। পুলিশ আধিকারিকের দাবি, তাঁকে সকলে মিলে মারধর করেন। তাঁর দেহের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।
আরও পড়ুন:
ঘটনাটি বিহারের সীতামঢ়ীর একটি পেট্রল পাম্পের। জানা গিয়েছে, শুক্রবার এক পুলিশ আধিকারিক তাঁর বাইকে পেট্রল ভরাতে গিয়েছিলেন। পাম্পকর্মীকে বলেছিলেন ১২০ টাকার পেট্রল দিতে। পাম্পকর্মীর দাবি, ভুলবশত বেশি তেল দিয়ে দিয়েছিলেন। অতিরিক্ত পেট্রলের টাকা দিতে অস্বীকার করেন পুলিশ আধিকারিক। তার পরই শুরু হয় হাতাহাতি। পাম্পকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁরাও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।