বহু বছর বিদেশে ছিলেন হরপিন্দর সিংহ ওরফে সোনু। সম্প্রতি দেশে ফিরে এসেছিলেন তিনি। পাকাপাকি ভাবে ভারতে থাকার চিন্তাভাবনা করছিলেন। এর মধ্যেই গ্রামের বাড়িতে আত্মীয়স্বজনদের সঙ্গে বছরশেষের দেখাসাক্ষাৎ সারতে গিয়েছিলেন তিনি। কিন্তু গল্প করতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হন।
সোফায় বসে তুতো ভাইয়ের সঙ্গে গল্পে মশগুল ছিলেন হরপিন্দর। আড্ডার মাঝে সোফা থেকে উঠতে গিয়ে হরপিন্দরের কোমরে গোঁজা বন্দুক থেকে ভুলবশত গুলি চলে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সিরাজ নুরানি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ সোফা থেকে ওঠার সময় তাঁর পেট চেপে ধরলেন। ঘরের মধ্যে হাঁটতেও কষ্ট হচ্ছিল তাঁর। সঙ্গে সঙ্গে তরুণকে চারপাশ থেকে ঘিরে ধরে ঘর থেকে বার করলেন তাঁর আত্মীয়েরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার এই ঘটনাটি পঞ্জাবের ফাজিলকা জেলার আবোহার শহরের একটি গ্রামে ঘটেছে।
হরপিন্দর বিবাহিত, আড়াই বছরের এক শিশুকন্যা রয়েছে তাঁর। বহু বছর বিদেশে থাকার পর দেশে ফিরে এসেছিলেন তিনি। আর বিদেশে না থেকে ভারতেই পাকাপাকি ভাবে বাস করার পরিকল্পনা করছিলেন সোনু। সোমবার গ্রামের বাড়িতে আত্মীয়স্বজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি।
সোফায় বসে তুতো ভাইয়ের সঙ্গে গল্প করছিলেন তরুণ। তাঁর কোমরে গোঁজা ছিল লাইসেন্সড বন্দুক। সোফা ছেড়ে ওঠার সময় বন্দুক থেকে ভুলবশত গুলি চলে সোনুর পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয় সোনুকে। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাঁকে সেখান থেকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মারা যান সোনু। ময়নাতদন্তের পর পরিবারের হাতে সোনুর দেহ তুলে দিলে মঙ্গলবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়।