তিন জনকে ধরা হয়েছিল আগেই। বেঙ্গালুরুতে পশ্চিমবঙ্গের মহিলাকে গণধর্ষণের ঘটনায় আজ নাবালক-সহ আরও কয়েক জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত অবশ্য এখনও অধরা। এ দিকে, তদন্তে উঠে আসছে ভাড়াটেদের মধ্যে পুরনো গন্ডগোলের কথা। এই ঘটনার তার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত মঙ্গলবার ওই তরুণী আক্রান্ত হয়েছিলেন বেঙ্গালুরুর গঙ্গোনদনহল্লি এলাকায় নিজের ভাড়া বাড়িতেই। বছর সাতাশের নির্যাতিতা পেশাদার ভাবে বিয়ের কনে সাজান। কিছু দিন হল বাড়িওয়ালা তাঁকে ঘর ছেড়ে দিতে চাপ দিচ্ছিলেন। দাবি করেছিলেন, নানা রকমের অসামাজিক কাজকর্মের অভিযোগ আসছে ওই মহিলার বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে মোবাইলে একটি বার্তা পাঠিয়ে, তার পরে রাতে তাঁর বাড়িতে চড়াও হয় ছয় দুষ্কৃতী। তারা নিজেদের পুলিশের সূত্র (ইনফর্মার) বলে পরিচয় দেয়। বাড়ির অন্যদের মারধর করে, ওই মহিলাকে ধর্ষণ করে। দু’টি মোবাইল ফোন ও ২৫ হাজার টাকা লুট করে পালায় বলে অভিযোগ।
ওই ঘটনায় আগেই কার্তিক, গ্লেন এবং সুযোগ নামে তিন জনকে পুলিশ গ্রেফতার করেছিল। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে আজ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় আরও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক নাবালকও তাদের মধ্যে রয়েছে বলে খবর। গণধর্ষণ, ডাকাতি-সহ নানা ধারায় মামলা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই বাড়ির ভাড়াটেদের মধ্যে বিবাদের কথা। জানা গিয়েছে, নির্যাতিতা গত বেশ কিছু মাস ধরে থাকছিলেন ওই বাড়িতে। সেখানকার অন্য এক ভাড়াটে মহিলা নাকি তাঁকে আগেও দুষ্কৃতীদের দিয়ে হুমকি দিয়েছিলেন। অভিযুক্ত সেই মহিলা একটি স্কুলে পড়ান। সেই সময় বাড়িওয়ালার কাছে তিনিই ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাতে লাভ না হওয়ায় নিজের ছাত্রদের দিয়ে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ করেন ও তাদের দিয়ে হুমকি দেওয়ান বলে জানা গিয়েছে। গত মঙ্গলবারের ঘটনার নেপথ্যে এর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)