রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়ই জাতীয় কর্মশালা, আলোচনাসভার আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি, স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়ারও সুযোগ থাকে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। জাদুঘর এবং পাণ্ডুলিপির ঐতিহ্য অধ্যয়ন—
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বল্পমেয়াদি কোর্স করানো হবে। ‘আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট’-এর তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির।
কবে— মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু।
কত দিন চলবে— ৩০ ঘণ্টা।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ও গবেষকরা।
আসন সংখ্যা— ৫০টি।
আবেদনের শেষ দিন— ২৩ ফেব্রুয়ারি।
২। ‘এনহ্যান্সিং রিসার্চ ভিজ়িবিলিটি অ্যান্ড ইউজ অফ ওআরসিআইডি’—
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর ওয়েবনিয়ার আয়োজন করা হয়েছে।
কবে— ২ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— একদিন।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ও গবেষকেরা, শিক্ষক, অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা।
আবেদনমূল্য— নেই।
কী ভাবে আবেদন করবেন— অনলাইনে রেজিস্ট্রেশন করে।
আরও পড়ুন:
৩। একবিংশ শতাব্দীর ভূগোল: নতুন ধারা ও চ্যালেঞ্জের মোকাবিলা”—
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তরফে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে।
কবে— ১৯ এবং ২০ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী যে কোনও পড়ুয়া এবং গবেষক।
৪। জীববিজ্ঞানের গবেষণা ও উদ্ভাবনের অগ্রগতি—
২৮ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল সায়েন্স ডে’। ওই দিন সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে জাতীয় স্তরে সেমিনার আয়োজন করা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের সভাঘরে।
কবে— ২৭ ও ২৮ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
আবেদনের শেষ দিন— ২০ ফেব্রুয়ারি।
৫। গবেষণা সুবিধা প্রশিক্ষণ এবং উদ্ভিদ বিজ্ঞানে সক্ষমতা বৃদ্ধি—
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর জাতীয় স্তরের কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগ এএনআরএফ-এর অর্থানুকূল্যে আয়জন করছে কর্মশালাটির।
কোথায় হবে— প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগে।
কবে— ৫ ও ৭ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— স্নাতকোত্তর ও গবেষকরা।
আবেদনমূল্য— ৫০০ ও ১০০০ টাকা।
কী ভাবে আবেদন করবেন— অনলাইনে আবেদনমূল্য জমা দিয়ে।