ফের বৃদ্ধি করা হল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রবেশিকায় আবেদনের সময়সীমা। ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই জানানো হয়েছে।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য উত্তীর্ণ হতে হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট)। এই প্রবেশিকায় উত্তীর্ণ হলেই মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মেলে ভর্তি হওয়ার। এনটিএ-এর তরফে আয়োজন করা হয় এই প্রবেশিকার। ২০২৬-এর কুয়েট ইউজি প্রবেশিকায় বসার জন্যও আবেদনের শেষ দিন ছিল ৩০ জানুয়ারি। তবে এনটিএ-র তরফে সেই দিনই বৃদ্ধি করা হয়েছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া যাবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে।
আরও পড়ুন:
২০২৬-এর কুয়েট ইউজি হবে আগামী ১১ মে থেকে ৩১ মে-র মধ্যে। সিবিটি মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা। ভারতের বিভিন্ন শহরের একাধিক পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হবে। পাশাপাশি, বিদেশের ১৫টি শহরেও পরীক্ষার ব্যবস্থা আয়োজন করা হয়েছে।