প্রাচীন বই, নথি কেমন হত, পুরনো মন্দির, মূর্তি, প্রাচীন শহরের ধ্বংসাবশেষ নিয়ে বিশেষ আগ্রহ অনেকেরই থাকে। এই নিয়ে পড়াশোনাও করেন বহু মানুষ। তবে, সব সময় সুযোগ হয়ে ওঠে না কোনও প্রতিষ্ঠানের অধীনে পড়াশোনা করার। তবে এ বার সেই সুযোগও মিলতে পারে। পাণ্ডুলিপি (ম্যানুস্ক্রিপ্টোলজি) ও পুরাতাত্ত্বিক (প্যালিওগ্রাফি) বিশেষ কোর্স করতে চাইলে খোঁজ নেওয়া যেতে পারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। এই প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট দু’টি বিষয় নিয়েই এক বছরের কোর্স করতে পারবেন আগ্রহীরা। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
এক বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি অফ আর্টসের তরফে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির প্রক্রিয়া। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। সংস্কৃতে জ্ঞান থাকলে অগ্রাধিকার মিলবে। প্রবেশিকা নয়, স্নাতকোত্তর স্তরের নম্বরের উপর ভিত্তি করেই মেধাতালিকা অনুযায়ী ভর্তি হওয়া যাবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোর্সের খরচ, আসন সংখ্যা এবং অন্য তথ্যের জন্য সরাসরি প্রতিষ্ঠানে যোগাযোগ করে নেওয়া যেতে পারে। আবেদন করতে হবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে।