কল্যাণী বিশ্ববিদ্যালয় ন্যানো টেকনোলজি-র খুঁটিনাটি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিতে চলেছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
‘ন্যানোবায়োটেক ফ্রন্টিয়ার্স’ বিষয়ে ইন্টার্নশিপ করা যাবে। প্রতিষ্ঠানের ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি বিভাগের তরফে আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণের। পড়ানো হবে— ‘রিসার্চ মেথডস অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং’, ‘মেথডস ইন মাইক্রোবায়োলজি’, ‘লাইট অ্যান্ড ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি’, ‘স্পেকট্রোস্কোপি অ্যাপ্লিকেশনস’ এবং ‘বেসিক ন্যানো টেকনোলজি’। যোগ দিতে পারবেন ২০ জন পড়ুয়া। লাইফ সায়েন্সেস বিষয়ে স্নাতক পড়ছেন এমন পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন। পাঁচ হাজার টাকা জমা দিতে হবে।
‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে। সে ক্ষেত্রে আগ্রহীরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পারবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে রেজিস্ট্রেশন করে এবং তারপর টাকা জমা দিতে হবে। ৪ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং ৫ ফেব্রুয়ারির মধ্যে টাকা জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলিও জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।