প্রকাশিত হয়েছে ‘ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্জ়ামিনেশন’ (এফএমজিই) ডিসেম্বর ২০২৫ সেশনের ফলাফল। ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)-এর তরফে প্রকাশ করা হয়েছে এই ফল। এটি একটি বিশেষ লাইসেন্সিং পরীক্ষা। মূলত, যাঁরা বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেন, তাঁরা দেশে ফিরে চিকিৎসকের কাজ শুরু করতে চাইলে এই অনুমোদন প্রয়োজন হয়। সে জন্যই উত্তীর্ণ হতে হয় এফএমজিই।
পরীক্ষার্থীদের ফল দেখার জন্য এনবিইএমএস-র ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে ‘স্ক্রিনিং টেস্ট’ বিভাগে গিয়ে ‘এফএমজিই এগ্জ়ামিনেশন’-এ গেলেই সংশ্লিষ্ট ফলাফল দেখতে পাওয়া যাবে। রোল নম্বর দিয়ে খুঁজলেই জানা যাবে প্রার্থীর পরীক্ষার ফল।
এনবিইএমএস-এর তথ্য অনুযায়ী, ২০২৬-এর ১৭ জানুয়ারির এফএমজিই আয়োজিত হয়। এই পরীক্ষায় মোট ৪৩,৯৩৩ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। এর মধ্যে ১০,২৬৪ জন পরীক্ষার্থী সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন। এ দিকে অনুত্তীর্ণ হয়েছেন ৩২,৬০৪ জন পরীক্ষার্থী। এ ছাড়া, ১,০৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন এবং প্রশাসনিক কারণে ৪ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে।