শেষ হয়েও যেন শেষ হয় না। ঝাড়াই-বাছাইয়ের পরও থেকে যাচ্ছে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের নাম! শুক্রবার সে কথাই প্রকাশ হল এসএসসি-র বিজ্ঞপ্তিতে। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের পর চূড়ান্ত মেধা তালিকায়ও পাওয়া গিয়েছে দুই ‘দাগি’ প্রার্থীর নাম।
এ দিন বিজ্ঞপ্তি প্রকাশ করকে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকায় মহম্মদ মোকতার হোসেন এবং সমীর সেন নামে দুই প্রার্থীর নাম ছিল। কিন্তু এঁরা চিহ্নিত অযোগ্য। এসএসসি-র নজরে এ তথ্য আসার পরই তাঁদের প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়। এসএসসি-র তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে এই দুই প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে যোগ দিতে পারবেন না।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বিতর্ক থামতেই চায় না। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর একের পর এক গরমিল সামনে এসেছে। গত ২১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করে এসএসসি। কিন্তু পর দিনই সে তালিকা বদলে ফেলতে হয়। অভিজ্ঞতার নম্বর নিয়েই গোলমাল। অনেক প্রার্থীকেই অভিজ্ঞতায় শূন্য দেওয়া হয়েছিল। কিন্তু সংশোধিত তালিকায় দেখা যায় তাঁদের ৪-৬ নম্বর বেড়েছে। ফলে একেবারে বদলে যায় তালিকা।
এরই মধ্যে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। চূড়ান্ত প্যানেলে দুই ‘দাগি’ প্রার্থীর নাম থাকায় নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। এসএসসি-র স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষক মহলের একাংশ।