উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বধূ নিকি ভাটির হত্যাকাণ্ডে প্রকাশ্যে আসা নয়া ভিডিয়োকে সামনে রেখে আবার অভিযোগকারিণী কাঞ্চনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। নিকির মৃত্যু নিয়ে কাঞ্চনের দাবি কি আদৌ ঠিক, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে তদন্তকারীদের মধ্যে। বিষয়টি পুরো খতিয়ে দেখতে চান তাঁরা।
গত ২১ অগস্ট সন্ধ্যায় নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হন নিকি। তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ওই অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিকির। তাঁর অগ্নিদগ্ধ হওয়ার আগে এবং পরের দু’টি ভিডিয়ো প্রকাশ করে নিকির মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোককেই কাঠগড়ায় তোলেন কাঞ্চন। উল্লেখ্য, কাঞ্চনও ওই বাড়ির পুত্রবধূ। নিকির ভাসুর রোহিতের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কাঞ্চনের অভিযোগ ছিল, পণ হিসাবে চাওয়া ৩৬ লক্ষ টাকা দিতে না পারায় নিকিকে খুন করেন তাঁর স্বামী বিপিন এবং শ্বশুরবাড়ির লোকেরা। তাঁর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার আগে নিকিকে মারধরও করা হয়। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার দাবি করেছিল নিকি ও বিপিনের একমাত্র পুত্রও।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই নিকির স্বামী, শাশুড়ি-সহ চার জনকে গ্রেফতার করেছে। তবে তদন্তের পাঁচ দিন পরে প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজ দেখার পর কাঞ্চনের অভিযোগ নিয়ে সন্দেহ দেখা দেয় পুলিশের। শুধু সিসিটিভি ফুটেজ নয়, নতুন করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োগুলি নিয়েও নাড়াচাড়া শুরু করেছেন তদন্তকারীরা।
কাঞ্চন যে ভিডিয়ো প্রকাশ করেছেন, সেখানে যে সময়ের উল্লেখ রয়েছে, সেই সময়েরই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। নিকির দিদি কাঞ্চন ঘটনার যে ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে সময় দেখাচ্ছে পৌনে ৬টা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই সময়ে বাড়ির বাইরে এক জন চেক জামা পড়া ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাঁর পিছনে একটি সাদা গাড়ি। দাবি করা হয়, ওই ব্যক্তিই বিপিন। প্রশ্ন উঠছে, ঘটনার সময় বিপিন যদি বাড়ির বাইরে থাকেন তবে নিকির গায়ে আগুন ধরিয়ে দেওয়া কী ভাবে সম্ভব? আসল ঘটনা কী ঘটেছে, তা পুরোপুরি স্পষ্ট করতে চান তদন্তকারীরা। শুধু সিসিটিভি ফুটেজ নয়, কাঞ্চনের পোস্ট করা ভিডিয়ো নিয়ে সন্দেহ দানা বেঁধেছে পুলিশের। একটি ভিডিয়োয় এক মহিলার কণ্ঠস্বর শোনা যায়। তাঁকে বলতে শোনা যায়, ‘‘এটা কী করলে তুমি?’’ ওই ভিডিয়োয় মেঝেতে অগ্নিদগ্ধ অবস্থায় নিকিকে বসে থাকতে দেখা যায় (যদিও ওই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। মহিলা কণ্ঠস্বরটি কার? কাঞ্চনের নাকি অন্য কারও? তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
বিপিনের তুতো ভাই দেবেন্দ্রর দাবি, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় গায়ে আগুন লেগে যায় নিকির। তাঁর কথায়, ‘‘নিকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল বিপিন। প্রত্যেকে চিৎকার করছিল।’’ তদন্তের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ দায়ের পর পরই নিকির দিদি কাঞ্চনের বয়ান রেকর্ড করা হয়েছিল। তবে সিসিটিভি এবং ভিডিয়ো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।