পহেলগাম পরবর্তী পরিস্থিতিতে কাশ্মীরে পর্যটন ব্যবসার উন্নয়নে বাড়তি জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা মাথায় রেখে, তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের কথাও ঘোষণা করেছিল কেন্দ্র। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর কাশ্মীর সংক্রান্ত মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুভেন্দুর মন্তব্যের নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা তথা দলের মুখপাত্র তনবীর সাদিক।
সম্প্রতি বাঙালি পর্যটকদের কাশ্মীরে বেড়াতে যাওয়ার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভূস্বর্গ কাশ্মীরের পরিবর্তে বাঙালি পর্যটকদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশার কথা বিবেচনা করা উচিত। এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। এ ব্যাপারে বিজেপিকে বিঁধেছে ন্যাশনাল কনফারেন্স। দলের মুখপাত্র তথা বিধায়ক তনবীর সাদিক তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কঠিন এক সময়ে সারা দেশ যখন জম্মু-কাশ্মীরের পাশে দাঁড়িয়েছে, সেই সময়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার এমন মন্তব্য কাশ্মীর সম্পর্কে মানুষের মনে ঘৃণার মনোভাব তৈরি করবে...।’ পাশাপাশি শুভেন্দুর এমন মন্তব্যকে লজ্জাজনক হিসেবেও ব্যাখ্যাকরেছেন তনবীর।
গত ২২ এপ্রিল পহেলগামের সন্ত্রাসবাদী হামলার পরে ভূস্বর্গের ঝিমিয়ে পড়া পর্যটনকে চাঙ্গা করতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কর্মসূচিগুলির সারাংশ একটাই— দেশবাসীর কাছে কাশ্মীরের পর্যটনকে তুলে ধরা। যার অংশ হিসেবে সম্প্রতি কলকাতা সফরেও গিয়েছিলেন ওমর। সফরের ফাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেরই বিরোধী দলনেতার এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)