Advertisement
০৪ জুন ২০২৪

ভোটগ্রহণ হল দক্ষিণের তিন রাজ্যে

ভোট হল তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। এ দিন সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয় ওই তিন রাজ্যে। তালিমনাড়ুর মোট ৩২ জেলার ২৩৪টি কেন্দ্রের মধ্যে ২৩২টি কেন্দ্রে ৩৭০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল আজ।

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০৯:৩৭
Share: Save:

ভোট হল তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। এ দিন সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয় এই তিন রাজ্যে। তালিমনাড়ুর মোট ৩২ জেলার ২৩৪টি কেন্দ্রের মধ্যে ২৩২টি কেন্দ্রে ৩৭০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল আজ। বাকি দুই কেন্দ্র, অরভাকুরিচি ও তাঞ্জাভুরে ভোটগ্রহণ হবে আগামী ২৩ মে। এ দিন এআইএডিএমকে প্রধান জয়ললিতা এবং ডিএমকে সুপ্রিমো করুণানিধিরও ভাগ্য নির্ধারিত হয়েছে।

তামিলনা়ড়ুর পাশাপাশি ভোটগ্রহণ হয়েছে কেরলের ১৪০টি আসনেও। সেখানে দুই চির প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) এবং ইউনাই়টেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর মধ্যে জোর টক্কর হয়েছে। দৌড়ে পিছিয়ে নেই বিজেপিও। কেরলে আজ যে সব তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডী, স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ সেনিথালা, কেন্দ্রীয় মন্ত্রী ও রাজাগোপাল এবং ক্রিকেটার শ্রীসন্থ।

ভোট হয়েছে পুদুচেরির ৩০টি আসনেও।

আরও পড়ুন- অসম, কেরল, তামিলনাড়ু, ভোট পরবর্তী সমীক্ষা

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: ‘মাছ ধরতে শেখানো উচিত’, আক্রমণ দেবজিতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

election polling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE