Advertisement
২১ মে ২০২৪

বেহাল স্বাস্থ্যকেন্দ্র, দুর্ভোগ

করিমগঞ্জে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে জেলায়। মাটিতে রাখা হয় রোগীদের। চিকিৎসার পরিকাঠামোও কার্যত ভেঙে পড়েছে।

কালীগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের ছবি। — নিজস্ব চিত্র

কালীগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের ছবি। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০৩:৫৪
Share: Save:

করিমগঞ্জে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে জেলায়। মাটিতে রাখা হয় রোগীদের। চিকিৎসার পরিকাঠামোও কার্যত ভেঙে পড়েছে।

মোমবাতির আলোয় চিকিৎসা চলে শ্রীগৌরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরিস্থিতি আরও খারাপ কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে। ৩০ শয্যার ওই হাসপাতালে দু’জন আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে রয়েছেন এক জন এমবিবিএস ডাক্তার। কিন্তু হাসপাতালের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর বলে অভিযোগ উঠেছে। চিকিৎসকদের সরকারি আবাসনের বারান্দা, হাসপাতালের মাটি এমনকী বাঁশের চাটাইয়ে ঘেরা ঘরে রাখা হচ্ছে রোগীদের। পুরুষ-মহিলা-শিশুদেরও রাখা হচ্ছে একই ঘরে।

স্থানীয়দের অভিযোগ, কালীগঞ্জের ওই স্বাস্থ্যকেন্দ্রে স্যালাইনের বোতল ঝোলে বিদ্যুতের তারে!

করিমগঞ্জ সরকারি হাসপাতালের অতিরিক্ত অধীক্ষক লিপি দেব সিনহার বক্তব্য, ‘‘কখনও হাসপাতালে রোগীর সংখ্যা বেশি হলে বাধ্য হয়েই কয়েক জনকে মাটিতে রাখতে হয়।’’ কালীগঞ্জ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক কে জি হোসেন জানান, ৩০ শয্যার গ্রামীণ হাসপাতাল বলে চিহ্নিত করা হলেও, কার্যত সেখানে বেডের ব্যবস্থা নেই। তাঁরা রোগীদের অন্য হাসপাতালে চলে যাওয়ার পরামর্শও দেন। কিন্তু অনেকেই অন্য কোথাও যেতে চান না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

health center suffering halth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE