Advertisement
E-Paper

নেতাজির নামে নামাঙ্কিত হবে আন্দামানের একটি দ্বীপ

রস আইল্যান্ড, নীল আইল্যান্ড ও হ্যাভলক আইল্যান্ডের নতুন নামকরণ করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৭
আন্দামানের রস দ্বীপের নাম হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ।

আন্দামানের রস দ্বীপের নাম হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ।

বছর শেষে নতুন নাম পেতে চলেছে আন্দামান ও নিকোবরের তিনটি দ্বীপ। আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ার সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিনই তিনি ওই নতুন নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন। রস আইল্যান্ড, নীল আইল্যান্ড ও হ্যাভলক আইল্যান্ডের নতুন নামকরণ করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।

এর মধ্যে রস দ্বীপটির নাম রাখা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। নীল ও হ্যাভলক দ্বীপের নাম হবে যথাক্রমে শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ।

নাম বদলানোর জন্য প্রয়োজনীয় কাজকর্ম ইতিমধ্যেই সেরে ফেলেছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। ৩০ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আজাদ হিন্দ বাহিনী গঠনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১৫০ মিটার উঁচু জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: এ বার কপ্টারে করেই পৌঁছনো যাবে ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে

আন্দামানের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক সুগভীর। আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখল থেকে আন্দামানকে মুক্ত করে সেখানে ভারতের পতাকা উড়িয়েছিলেন তিনি। এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দু’টির নাম রেখেছিলেন ‘শহিদ’ ও ‘স্বরাজ’ দ্বীপ।

২০১৭ সালের মার্চ মাসে বিজেপির তরফে রাজ্যসভায় দাবি তোলা হয় জনপ্রিয় পর্যটনকেন্দ্র হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করার জন্য। ব্রিটিশ জেনারেল হ্যাভলকের নামে ওই দ্বীপের নাম হওয়ায় আপত্তি ছিল বিজেপির।

আরও পড়ুন: হনুমানকে ঘাঁটালে, লঙ্কা জ্বলবে: বিজেপিকে সতর্কবার্তা রাজ বব্বরের

মোদী সরকারের জমানায় দেশের বিভিন্ন জনপদেরই নাম পরিবর্তন হয়েছে। সেই তালিকায় এ বার যুক্ত হল আন্দামান ও নিকোবরের এই তিনটি দ্বীপ।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

Andaman and Nikobar Netaji Havelock and Neil islands
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy