দিল্লির রাজীব চক মেট্রো স্টেশন। ব্যস্ত সময়ে মেট্রোর জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। ঠিক তখনই প্ল্যাটফর্মের উপরে লাগানো টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠল পর্ন ভিডিও! স্ক্রিনের দিকে তাকিয়ে কেউ অস্বস্তিতে পড়ে গেলেন তো কেউ আবার মোবাইল উঁচু করে পুরোটা ভিডিও করতে শুরু করলেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি সামনে আসার পর দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
প্রাথমিক তদন্তের পর দিল্লি মেট্রো রেল জানিয়েছে, গত ৯ এপ্রিল দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে ওই ভিডিওটি দেখানো হয়েছে। মেট্রো স্টেশনে থাকা ওই টেলিভিশন স্ক্রিনে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন দেখানো হয়। কিন্তু কী ভাবে ওই দিন ওই ভিডিওটি চলতে শুরু করল তা এখনও জানা যায়নি। তা জানতে দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: প্লাস্টিকের বোতলে জল খাওয়ার দিন শেষ, আসছে ওহো
২০১৫ সালে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল কেরলে। কেরলের ওয়ানাদ কেলপেট্টা বাস স্ট্যান্ডে রাখা টেলিভিশন স্ক্রিনে পর্ন ভিডিও চলতে শুরু করে। তদন্তের পর ওই এলাকার এক কেবল অপারেটরকে গ্রেফতার করেছিল পুলিশ।