উত্তরপ্রদেশ বিধানসভা কক্ষে সমাজবাদী পার্টির বিধায়ক রামগোবিন্দ চৌধুরির আসনের তলা থেকে বুধবার মিলেছিল সাদা পাউডারের প্যাকেট। এ বার ফরেন্সিক পরীক্ষায় জানা গেল তা মারাত্মক বিস্ফোরক পিইটিএন বা পেন্টাঅ্যারিথ্রিটল টেট্রা নাইট্রেট। খাস বিধানসভা ভবনে এ হেন বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে লখনউ ও দিল্লিতে। আজ এনআইএ তদন্তের সুপারিশ করেছে উত্তরপ্রদেশ বিধানসভা।
বুধবার বিধানসভার বাজেট অধিবেশনের আগে রামগোবিন্দ চৌধুরির আসনের তলায় একটি সাদা পাউডার ভর্তি প্যাকেট দেখতে পান সাফাইকর্মীরা। খবর দেওয়া হয় নিরাপত্তা বাহিনীকে। প্যাকেটটি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠান নিরাপত্তারক্ষীরা।
গতকাল রিপোর্ট দিয়েছে ফরেন্সিক দল। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই সন্দেহজনক পাউডার আসলে পিইটিএন বা পেন্টাঅ্যারিথ্রিটল টেট্রা নাইট্রেট। যা জঙ্গিরা বড় নাশকতার ক্ষেত্রে বোমা তৈরির মশলা হিসেবে ব্যবহার করে। এর আগেও বড় বিস্ফোরণে এই প্লাস্টিক বিস্ফোরক ব্যবহার হয়েছে। প্যাকেটটিতে ১৫০ গ্রাম বিস্ফোরক ছিল।