অন্তঃসত্ত্বা কুকুরকে পিটিয়ে খুন। ছবি: টুইটার।
পশু নিগ্রহের ভয়ঙ্কর এক ছবি ফের প্রকাশ্যে। দেখে শিউরে উঠছেন পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ। অন্তঃসত্ত্বা একটি কুকুরকে পিটিয়ে খুন করলেন এক দল ছাত্র। তার পর তার দেহ টানতে টানতে ঘোরানো হল মাঠে। দক্ষিণ-পশ্চিম দিল্লির ঘটনা।
অভিযুক্তেরা ওখলার ডন বস্কো টেকনিক্যাল ইনস্টিটিউটের পড়ুয়ারা বলে সন্দেহ পুলিশের। নিউ ফ্রেন্ডস কলোনি পুলিশ এফআইআর দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে। এফআইআরে শিক্ষা প্রতিষ্ঠানের দুই কর্মীর নাম রয়েছে, যাঁরা ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই কলেজের ক্যাম্পাসের ভিতরেই একটি টিনের ছাউনিতে কুকুরটিকে নিয়ে গিয়েছে কয়েক জন ছাত্র। সেখানে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছাউনির বাইরে রড হাতে দাঁড়িয়ে রয়েছেন এক পড়ুয়া। তাঁকে ঘিরে রয়েছেন কয়েক জন। সকলের মুখে উল্লাস। ভিডিয়োয় তা-ও দেখা গিয়েছে। পরে দেখা গিয়েছে, কুকুরের দেহ টেনে নিয়ে গোটা মাঠে ঘুরছেন এক ছাত্র। সেই ভিডিয়ো এখন ভাইরাল। পশুদের নিয়ে কাজ করে এমন এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান অম্বিকা শুক্ল বলেন, ‘‘কয়েক জন তরুণ ছাত্রের এই কাণ্ড দেখে আমি আতঙ্কিত। অন্তঃসত্ত্বা কুকুরটিকে পিটিয়ে মেরে সকলে আবার হাসছেন।’’ অম্বিকার দাবি, অভিযুক্ত ছাত্রদের কলেজ থেকে বহিষ্কার করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানটির জরিমানা করা উচিত, কারণ তার কর্মীরাও এর সঙ্গে জড়িত।
শনিবার দু’টি কুকুরের বাচ্চাকে মারার অভিযোগে গ্রেফতার হয়েছেন হায়দরাবাদের এক ব্যক্তি। প্রথম বাচ্চাটিকে গাছে ঝুলিয়ে দিয়েছিলেন অভিযুক্ত। দ্বিতীয়টিকে চার তলা থেকে ফেলে দিয়েছেন বলে অভিযোগ। কুকুর খুনের সেই ভিডিয়ো আবার নেটমাধ্যমে পোস্টও করেছিলেন তিনি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Group of 20 students of Don Bosco technical institute Zakir nagar killed a pregnant dog ,no action taken till now @DCPSEastDelhi @CPDelhi pic.twitter.com/JM1ten2Oyz
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) November 19, 2022