নোট বাতিলের সুফল নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বুধবার তিনি বলেন, ‘‘নোট বাতিল করে কালো টাকার রমরমা, দুর্নীতি রোখা গিয়েছে ঠিকই। কিন্তু তাতে সাময়িক আর্থিক মন্দা তৈরি হতে পারে।’’ রাষ্ট্রপতির যুক্তি, নগদহীন আর্থিক লেনদেন যত বাড়বে, অর্থনীতিতে ততই স্বচ্ছতা আসবে। অসহিষ্ণুতার প্রশ্নে তিনি বলেন, ‘‘ভারতের বহুত্ববাদী সংস্কৃতি ও সহিষ্ণুতা পরীক্ষার মধ্যে পড়েছে। এ নিয়ে আরও কঠোর মনোভাব নিতে হবে। এই সময়ে সহিষ্ণুতার পরিচয় দেওয়া জরুরি।’’