Advertisement
৩০ নভেম্বর ২০২৩

জেল থেকে পালাল বন্দি

ফের জেল পালানোর ঘটনা ঘটল মেঘালয়ে। এ বারও ঘটনাস্থল গারো পাহাড়। এর আগে অন্তত ১০ বার উইলিয়ামনগর, তুরা, শিলং কারাগার থেকে বন্দি পালানোর ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রবিবার বিকেলে বিচারাধীন এক জঙ্গি ভলিবল খেলার বল নেওয়ার জন্য জেল ওয়ার্ডেনকে একটি দরজা খুলে দেওয়ার অনুরোধ করে।

শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ১৭:৩৪
Share: Save:

ফের জেল পালানোর ঘটনা ঘটল মেঘালয়ে। এ বারও ঘটনাস্থল গারো পাহাড়। এর আগে অন্তত ১০ বার উইলিয়ামনগর, তুরা, শিলং কারাগার থেকে বন্দি পালানোর ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রবিবার বিকেলে বিচারাধীন এক জঙ্গি ভলিবল খেলার বল নেওয়ার জন্য জেল ওয়ার্ডেনকে একটি দরজা খুলে দেওয়ার অনুরোধ করে। ওয়ার্ডেন দরজা খুলতেই কয়েক জন বন্দি তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। জেলের মূল ফটক খোলা ছিল। ওয়ার্ডেনকে কাবু করে জঙ্গিরা দ্রুত দৌড় লাগায়। দুই নিরস্ত্র রক্ষী বন্দিদের বাধা দেওয়ার চেষ্টাও করে। নজরদারি মিনারে থাকা রক্ষীরা অন্য রক্ষীদের গায়ে গুলি লাগার ভয়ে উপর থেকে বন্দুক চালাননি। তত ক্ষণে জিএনএলএ জঙ্গি জাসান মারাক ও গ্রেউইথ সাংমা, এএসএকে জঙ্গি সেংচান সাংমা, রাকসিম মোমিন ও দীনেশ মারাক এবং গত বছর ডিসেম্বরে গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত চিংখাম মারাক জেল থেকে পালিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE