Advertisement
E-Paper

বিরোধীদের বিপাকে ফেলতে মন্দির বিল 

আইনের বদলে রামমন্দির নিয়ে ‘প্রাইভেট মেম্বার বিল’ এনে জল মাপতে চাইছে বিজেপি। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ০৩:১৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আইনের বদলে রামমন্দির নিয়ে ‘প্রাইভেট মেম্বার বিল’ এনে জল মাপতে চাইছে বিজেপি।

সঙ্ঘ-ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিন্‌হা মাস কয়েক আগেই রাজ্যসভায় মনোনীত সদস্য হয়েছেন। আজ একাধিক টুইট করে তিনি বলেন, রামমন্দির নির্মাণ নিয়ে ‘প্রাইভেট মেম্বার বিল’ আনতে চলেছেন তিনি। এত দিন যাঁরা বিজেপি ও আরএসএস-কে রামমন্দির নির্মাণের তারিখ জিজ্ঞাসা করছেন, তাঁরা মতামত জানাতে পারেন। রাহুল গাঁধী, অখিলেশ যাদব, মায়াবতী, চন্দ্রবাবু নায়ডু, লালু প্রসাদ, সীতারাম ইয়েচুরিদেরও প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপির সাংসদ, তাঁরা কি বিলকে সমর্থন করবেন? দরকার হলে বিল নিয়ে মতামত পেতে এই নেতাদের বাড়ি যেতেও প্রস্তুত বলে জানিয়েছেন সিন্‌হা।

প্রাইভেট মেম্বার বিল আসলে সাংসদদের আনা ব্যক্তিগত বিল, যাতে সরকারের স্বীকৃতি থাকে না।

সংসদ চলার সময় প্রতি শুক্রবার দ্বিতীয় ভাগের সময়টি এই বিলের জন্য নির্ধারিত থাকে। কিন্তু

অনেক সময় বিরোধীরা এই বিলে ভোটাভুটি করে সরকারকে বিপাকে ফেলার চেষ্টাও করে। কিন্তু এ

বার সরকার পক্ষেরই এক সাংসদ এই বিল এনে বিরোধীদের

বিপাকে ফেলতে চাইছেন। গেরুয়া শিবিরের অনেক নেতাই আজ বলেন— ‘শিবভক্ত’, ‘রামভক্ত’ রাহুল গাঁধী এ বারে এই বিলকে সমর্থন করুন দেখি।

রাহুলকে আজ এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। কিন্তু দলের নেতা পি চিদম্বরম বলেন, ‘‘আসলে বিজেপি জল মাপতে চাইছে। সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে, তখন এ ধরনের বিল বা অধ্যাদেশ আনাটি ঝুঁকিপূর্ণ আর অসাংবিধানিক পদক্ষেপ বলেই আমার ব্যক্তিগত মত।’’ কংগ্রেসের মুখপাত্র পবন খেরার মত, কেন প্রাইভেট মেম্বার বিল? কারণ, বিজেপি শুধু হাওয়া তুলতে চাইছে। নরেন্দ্র মোদীকে ‘বিকাশপুরুষ’ আর ‘হিন্দু হৃদয়সম্রাট’ বলা হত। উন্নয়নেও ব্যর্থ, নিজেরাই বলছে এখন হিন্দুরাও হতাশ।

শিবসেনা এই বিলকে সমর্থন করে বলেছে, আদালতের ভরসায় থাকলে হাজার বছর লাগবে। রামমন্দিরের সমর্থনে এগিয়ে এসেছেন মুলায়ম সিংহের পুত্রবধূ অপর্ণা যাদবও। কর্নাটকের কংগ্রেস বিধায়ক রোশন বেগও বলে বসেন, অযোধ্যায় রামমন্দির না হলে কি পাকিস্তানে হবে? পরে বিতর্ক ওঠায় সে মন্তব্য ফিরিয়ে নেন। তবে ফারুক আবদুল্লা বলেন, ‘‘বিজেপি কি মনে করে রাম তাদের জেতাবে? ভোট তো দেবেন মানুষ!’’ কিন্তু বিজেপি কংগ্রেসকে স্মরণ করাচ্ছে, ফিরোজ গাঁধীও এক সময়ে একটি প্রাইভেট মেম্বার বিল সংসদে এনে পাশ করিয়েছিলেন। এ যাবৎ ১৪টি এমন বিল পাশ হয়েছে। এ’টি নয় কেন? স্পষ্ট হয়ে যাবে, কে আসল হিন্দু?

Private Member Bill Upper H BJP Rammandir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy