Advertisement
E-Paper

প্রিয়ঙ্কাকে রাজনীতিতে আসতে রাজি করিয়েছেন রাহুল, চূড়ান্ত হয়েছিল নিউইয়র্কে

সূত্রের খবর, নিউ ইয়র্কে গিয়ে উত্তরপ্রদেশের জোটের প্রসঙ্গ তুলে শেষ পর্যন্ত প্রিয়ঙ্কাকে বোঝাতে সক্ষম হন রাহুল। তাতে প্রিয়ঙ্কা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণে রাজি হয়ে যান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ২১:১৮
রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢ়ড়া। —ফাইল চিত্র

রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢ়ড়া। —ফাইল চিত্র

হঠাৎ করে নয়, চূড়ান্ত হয়েছিল সপ্তাহখানেক আগেই। আর নীল নকশা তৈরি হয়েছিল সুদূর মার্কিন মুলুকে বসে। নিউ ইয়র্কে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করে প্রিয়ঙ্কাকে সক্রিয় রাজনীতিতে আসার ব্যাপারে রাজি করিয়েছিলেন দাদা রাহুলই। কংগ্রেসের শীর্ষ স্তরের এক নেতার সূত্রে এ খবর জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, নিউ ইয়র্কে বসে দাদা-বোন একসঙ্গে বসেই আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণও চূড়ান্ত করেন।

গত সপ্তাহেই দুবাই সফরে গিয়েছিলেন রাহুল গাঁধী। সেখান থেকে ‘স্পেশাল মিশন’ নিয়ে নিউ ইয়র্কে যান রাহুল। সেই মিশন ছিল প্রিয়ঙ্কাকে কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণে রাজি করানো। কংগ্রেসের ওই সূত্রের দাবি, ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন প্রিয়ঙ্কা। রাজনীতিকে কার্যত পার্ট টাইম হিসেবেই রেখেছিলেন। তবে গত দু’বছর ধরে তাঁকে সক্রিয় রাজনীতিতে আসার ব্যাপারে পুরোপুরি ‘না’ করেননি। এমনকি, তিন রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী নির্বাচনের সময়ও তিনি রাহুলের সঙ্গে প্রায় সব বৈঠকেই ছিলেন। কিন্তু ঠিক কোন সময় বা কোন পরিস্থিতিতে সরাসরি ময়দানে নামবেন, সেই বিষয়টি কার্যত ভাবনার বাইরেই রেখেছিলেন প্রিয়ঙ্কা।

ওই সূত্রের দাবি, এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে কংগ্রেসের জন্য মাত্র দু’টি সিট ছেড়ে বিএসপি-এসপি আসন সমঝোতার ঘোষণা প্রিয়ঙ্কার অভিষেকের ক্ষেত্রে অনুঘটকের কাজ করে। রাহুল নিউ ইয়র্কে যাওয়ার সময়ই কার্যত মন স্থির করে ফেলেছিলেন, ‘এটাই আদর্শ সময়’। এক দিকে অখিলেশ-মায়াবতী, অন্য দিকে বিজেপিকে টক্কর দিতে এখনই ‘ব্রহ্মাস্ত্র’ প্রিয়ঙ্কাকে রাজনীতিতে আনতে হবে।

আরও পডু়ন: প্রিয়ঙ্কার অভিষেকে উৎসবে মাতল কংগ্রেস, রাহুলের ব্যর্থতার প্রমাণ! খোঁচা বিজেপির

আরও পড়ুন: চিনের অস্বস্তি বাড়িয়ে ভারতের সঙ্গে যৌথ মহড়ায় আসছে আফ্রিকার ১২ দেশ

সূত্রের খবর, নিউ ইয়র্কে গিয়ে উত্তরপ্রদেশের জোটের প্রসঙ্গ তুলে শেষ পর্যন্ত প্রিয়ঙ্কাকে বোঝাতে সক্ষম হন রাহুল। তাতে প্রিয়ঙ্কা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণে রাজি হয়ে যান। এর পর নিউ ইয়র্কেই ঠিক হয়, ২৩ জানুয়ারি অমেঠীতে গিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন। ওই দিনই দলের পক্ষ থেকে প্রিয়ঙ্কার অভিষেকের কথা ঘোষণা করা হবে। তার পর ১ ফেব্রুয়ারি দেশে ফিরে দলের কাজে যোগ দেবেন প্রিয়ঙ্কা।

ওই শীর্ষ নেতার বক্তব্য, অখিলেশ-মায়াবতী এ ভাবে জোট ঘোষণা না করলে হয়তো অন্য কোনও সময় বা অন্য কোনও পরিস্থিতিতে সক্রিয় রাজনীতিতে আসতেন প্রিয়ঙ্কা।

Priyanka Vadra Rahul Gandhi New York
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy