Advertisement
০১ মে ২০২৪

প্রতিবাদে মিছিল বরাকে, অন্যত্রও

রাণাঘাটে বৃদ্ধা সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অসমের বরাক-সহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। আজ এক দিকে বরাক উপত্যকার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় যেমন সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নামেন, তেমনই প্রতিবাদে রাস্তা হাঁটেন ঝাড়খণ্ডের রাজধানি রাঁচির মানুষও। করিমগঞ্জের মিছিলে রাণাঘাটের পাশাপাশি সেখানকার সোনাছড়াপুঞ্জি ধর্ষণ কাণ্ডও সামনে আসে। সাধারণ মানুষের সঙ্গে এই সব মিছিলে সামিল হয় স্কুল পড়ুয়ারাও।

রানাঘাটে সন্ন্যাসিনী-ধর্ষণের প্রতিবাদে স্কুলপড়ুয়াদের মিছিল। মঙ্গলবার হাইলাকান্দিতে অমিত দাসের তোলা ছবি।

রানাঘাটে সন্ন্যাসিনী-ধর্ষণের প্রতিবাদে স্কুলপড়ুয়াদের মিছিল। মঙ্গলবার হাইলাকান্দিতে অমিত দাসের তোলা ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৫ ০৪:৩৪
Share: Save:

রাণাঘাটে বৃদ্ধা সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অসমের বরাক-সহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। আজ এক দিকে বরাক উপত্যকার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় যেমন সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নামেন, তেমনই প্রতিবাদে রাস্তা হাঁটেন ঝাড়খণ্ডের রাজধানি রাঁচির মানুষও। করিমগঞ্জের মিছিলে রাণাঘাটের পাশাপাশি সেখানকার সোনাছড়াপুঞ্জি ধর্ষণ কাণ্ডও সামনে আসে। সাধারণ মানুষের সঙ্গে এই সব মিছিলে সামিল হয় স্কুল পড়ুয়ারাও।

হাইলাকান্দিতে মিছিল করে ‘বাডিং রোজ স্কুল’ ও ‘মনজুম অ্যাকাডেমি’র ছাত্রছাত্রীরা। প্রতিবাদীদের হাতে ছিল প্ল্যাকার্ড, মুখে ছিল স্লোগান। দু’টি ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি ওঠে। এ নিয়ে অতিরিক্ত জেলাশাসক পি বি রায়ের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। পরে অতিরিক্ত জেলাশাসক জানান, “স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।” মিছিলে সামিল ছাত্রীরা জানায়, দেশজুড়ে মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এই ধরনের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আওয়াজ তুলতে হবে।

করিমগঞ্জে মিছিল করে করিমগঞ্জ সরকারি কলেজ ও রবীন্দ্র সদন কলেজের পড়ুয়ারা। কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদেরও তাতে হাঁটতে দেখা গিয়েছে। মিছিলে সামিল হন সাধারণ মানুষও। শহর ঘুরে তাঁরা পুলিশ সুপার বিষ্ণুপ্রসাদ রাভার সঙ্গে দেখা করেন। স্মারকলিপি দিয়ে সোনাছড়াপুঞ্জির ঘটনায় ধৃতদের দ্রুত শাস্তির জন্য মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে তোলার দাবি জানানো হয়। ছাত্রছাত্রীরা সন্ন্যাসিনী ধর্ষণকাণ্ডের প্রতিবাদ জানান। দোষীদের ফাঁসিও চায় ছাত্রছাত্রীরা। রাভা জানান, দু’টি দাবির কোনওটিই তাঁর এক্তিয়ার ভুক্ত নয়। রাভা জানিয়েছেন, সোনাছড়াপুঞ্জিতে ধর্ষণের ঘটনায় জড়িত চার জনকেই পুলিশ গ্রেফতার করেছে। এর মধ্যে তিন জনের বয়স ১৮ বছরের কম। মূল অভিযুক্ত-সহ ধৃতরা সকলেই দোষ স্বীকার করেছে। অভিযোগকারিণীর বিবৃতি আদালতে নথিভুক্ত করা হয়েছে।

এ দিকে, আজ রাঁচিতে প্ল্যাকার্ড-এর সঙ্গে প্রতিবাদের অন্যতম হাতিয়ার হিসেবে যুক্ত হয়েছে মোমবাতি। তবে এই মিছিলে কোনও স্লোগান ছিল না, ছিল মৌনতা। রাণাঘাটের সন্ন্যাসিনীর উপর অত্যাচারের বিরুদ্ধে এই মিছিলের মূল উদ্যোক্তা খ্রিস্টান ধমার্বলম্বী মানুষ হলেও অখ্রিস্টান বহু মানুষও এই মিছিলে সামিল হন।

মিছিলের অন্যতম উদ্যোক্তা রতন তিরকে বলেন,“ মাদার তো আসলে মা। তাঁর উপরেও অত্যাচার করা হল! কোন দিকে চলেছে আমাদের সমাজ?” মোমবাতি মিছিলে কয়েকশো মানুষ পা মেলান। রাঁচির সদর হাসপাতাল থেকে অ্যালবার্ট এক্কা চক পর্যন্ত ওই মিছিল হয়। রাঁচির বিভিন্ন মিশনারি আর কনভেন্ট স্কুল থেকে সন্ন্যাসিনীরাও মিছিলে অংশ নেন। এ রাজ্যের বিভিন্ন জেলাতেই মিশনারি স্কুল রয়েছে। বিশেষত আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে মিশনারি স্কুলগুলি লেখাপড়া শেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রানাঘাটের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাঁচির আর্চবিশপ কার্ডিনাল টেলেসফোর পি টোপ্পো আজ বলেন, “আমরা উদ্বিগ্ন। যে ঘটনা রানাঘাটে ঘটেছে তা নারকীয় ও নিন্দনীয়। এই অত্যাচার আসলে সমাজের উপরে হওয়া অত্যাচারের সমান।”

এ দিকে আজ দুপুরেই রাঁচির রিমস হাসপাতালে এক প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা করে হাসপাতালেরই এক কর্মী। হাজারিবাগের বাসিন্দা ওই প্রৌঢ়া তাঁর স্বামীকে দেখতে হাসপাতালে এসেছিলেন। তিনি শৌচাগারে গিয়েছিলেন। সেই সময় হাসপাতালেরই এক কর্মী ওই মহিলার উপরে চড়াও হয় বলে অভিযোগ। তাকে গ্রেফতার করেছে বরিয়াতু থানা। পুলিশ জানায়, মহিলার চিৎকার শুনে লোকজন ছুটে এসে ওই কর্মীকে ধরে ফেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE