Advertisement
E-Paper

পুলওয়ামায় নিহত দুই জওয়ানের দুই কন্যাসন্তানকে দত্তক নিতে চান বিহারের আইএএস

পটনা থেকে ১১৭ কিলোমিটার দূরে শেখপুরা জেলার ম্যাজিস্ট্রেট এনায়েত বুধবার তাঁর দফতরের অফিসারদেরও এগিয়ে আসতে বলেছেন ওই দুই জওয়ানের পরিবারের সাহায্যে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৪
এনায়েত খান। ছবি টুইটারের সৌজন্যে

এনায়েত খান। ছবি টুইটারের সৌজন্যে

পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের মধ্যে দু’জনের দু’টি কন্যাসন্তানকে দত্তক নেবেন বলে জানিয়েছেন বিহারের শেখপুরার জেলা ম্যাজিস্ট্রেট এনায়েত খান। জানিয়েছেন ওই দুই জওয়ানের দু’টি কন্যাসন্তানের ভরণপোষণ ও শিক্ষার যাবতীয় আর্থিক দায়িত্ব নেবেন তিনি। ওই দুই জওয়ানের পরিবারের হাতে তুলে দেবেন তাঁর দু’দিনের বেতনও। নিহত ওই দুই জওয়ানের নাম রতন কুমার ঠাকুর ও সঞ্জয় কুমার সিনহা। তাঁদের এক জনের দু’টি কন্যাসন্তান রয়েছে। অন্য জওয়ানের রয়েছে পুত্রসন্তান। তবে তাঁর স্ত্রী আসন্নপ্রসবা।

পটনা থেকে ১১৭ কিলোমিটার দূরে শেখপুরা জেলার ম্যাজিস্ট্রেট এনায়েত বুধবার তাঁর দফতরের অফিসারদেরও এগিয়ে আসতে বলেছেন ওই দুই জওয়ানের পরিবারের সাহায্যে। বিহার ক্যাডারের ২০১২ ব্যাচের আইএএস অফিসার এনায়েত তাঁর অফিসারদের বলেছেন ১০ মার্চ পর্যন্ত ত্রাণ তহবিলে যে পরিমাণ টাকা জমা পড়বে তা ওই দুই জওয়ানের পরিবারের হাতে তুলে দিতে।

এনায়েতের কথায়, ‘‘আমি সকলকে অনুরোধ করছি, যে যতটা পারেন, ওই ত্রাণ তহবিলে টাকা দিন। আমরা ওই টাকা দুই জওয়ানের পরিবারকে সমান ভাবে ভাগ করে দেব।’’

আরও পড়ুন- পুলওয়ামার জের! জয়পুর জেলে পাক বন্দিকে পিটিয়ে মারল অন্য বন্দিরা

আরও পড়ুন- পুলওয়ামার পরে সেনায় যোগ দিতে কাশ্মীরি যুবকদের বিশাল লাইন বারামুলা নিয়োগ ক্যাম্পে​

নিজে দু’দিনের বেতনের টাকা দুই জওয়ানের পরিবারকে দেওয়ার কথা জানিয়ে এনায়েত তাঁর জেলার সবক’টি সরকারি দফতরের অফিসারদেরও এক দিনের বেতন দুই জওয়ানের পরিবারের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

CRPF IAS Inayat Khan এনায়েত খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy