Advertisement
০২ মে ২০২৪

পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিলকে শ্রদ্ধা, বেঙ্গালুরু থেকে ধৃত কলেজ ছাত্র

শ্রদ্ধা জানিয়েছেন আত্মঘাতী জঙ্গি জইশ জঙ্গি আদিল আহমেদ দারকে। আর সেই কারণে বেঙ্গালুরুর এক কলেজ ছাত্রকে গ্রেফতার করল পুলিশ।

পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার।—ফাইল ছবি।

পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার।—ফাইল ছবি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫০
Share: Save:

পুলওয়ামায় জঙ্গি হামলার পর হোয়াটস অ্যাপের ডিপি বদল করেছিলেন। শ্রদ্ধাও জানিয়েছিলেন। তবে, জঙ্গি হামলায় নিহত সেনা জওয়ানদের নয়, শ্রদ্ধা জানিয়েছেন আত্মঘাতী জইশ জঙ্গি আদিল আহমেদ দারকে। আর সেই কারণে বেঙ্গালুরুর এক কলেজ ছাত্রকে গ্রেফতার করল পুলিশ।

ধৃত ওই ছাত্রের নাম তাহির লতিফ। ২৩ বছরের ওই যুবক রেওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি জম্মু-কাশ্মীরের বারামুলা জেলায়। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত ওই ছাত্র আদিলের ছবি হোয়াটস অ্যাপের ডিপি করেন। হোয়াটস অ্যাপ স্টেটাসে নিহত আত্মঘাতী জঙ্গির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। লেখেন, ‘ওই সাহসী মানুষটির জন্য বড় স্যলুট। আল্লাহ তোমার বলিদান গ্রহণ করুন, তুমি জন্নতে সর্বশ্রেষ্ঠ আসন লাভ কর।’’

আদিল আহমেদ দারের প্রতি এই মনোভাব দেখানোর পরই গ্রেফতার করা হয় তাহিরকে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ৩ বছর আগে পুলিশ নাকখত দিইয়েছিল আদিলকে, তাই ভিড়েছিল জঙ্গিদলে, বললেন আত্মঘাতী জঙ্গির বাবা-মা

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE