পার হয়ে গিয়েছে প্রায় এক বছর। পুলওয়ামায় আধাসেনার উপরে হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের পরে কিছুটা হলেও বদলেছে পরিস্থিতি। আবার জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার জম্মু-কাশ্মীর পুলিশের অফিসার দেবেন্দ্র সিংহ পুলওয়ামায় উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, পুলওয়ামার পিছনে পাকিস্তান ছাড়া অন্য শক্তি আছে কি না।
পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলাকারী জঙ্গি আদিল দারের বাবা হাসান দারের অবশ্য দাবি, ‘‘আদিল কবে জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল তা জানতাম না। দেবেন্দ্রের কথাও আমি কিছু জানি না।’’
গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালিয়েছি গুন্ডবাল গ্রামের যুবক আদিল। ঘটনার কিছু ক্ষণ পরেই পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের তরফে আদিলের ভিডিয়ো প্রকাশ করা হয়।