বাছা বাছা কয়েকটি শহরের ক্ষেত্রে আগেই বাড়ানো হয়েছিল নিরাপত্তা। এ বার দেশের সবকটি বিমানবন্দরে সতর্কাতমূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
শনিবার এ বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি বাহিনীর কনভয়ে জঙ্গি হামলার পরে জঙ্গিদের নিশানায় রয়েছে বিমানবন্দরগুলি। গোয়েন্দারা এ নিয়ে কেন্দ্রকে সতর্ক করার পরে নতুন করে এ নিয়ে নির্দেশিকা জারি হয়েছে। সতর্ক করা হয়েছে সমস্ত বিমান সংস্থাকেও।
কেন্দ্রীয় বিমান মন্ত্রকের অধীনে থাকা ‘দ্য বুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি’ (বিসিএএস) প্রতিটি রাজ্যের পুলিশ কর্তা, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলিকে সতর্ক করেছে। কেন্দ্রের ওই নির্দেশিকায় শুধুমাত্র বিমানবন্দরই নয়, সতর্ক করা হয়েছে বায়ুসেনা ঘাঁটি, এয়ারস্ট্রিপ, এয়ারফিল্ড, হেলিপ্যাড, ফ্লাইং স্কুল, বিমান প্রশিক্ষণ কেন্দ্রগুলিকেও।