Advertisement
E-Paper

ঘূর্ণিঝড় ‘দিটওয়া’র তাণ্ডবে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে ৪২২৮ কোটির সহায়তা, কলম্বোয় সাগরবন্ধু-বার্তা জয়শঙ্করের

গত নভেম্বরে ঘূর্ণিঝড় দিটওয়ার দাপটে শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় ভারতীয় নৌসেনার জাহাজ এবং হেলিকপ্টার উদ্ধার অভিযানে নেমেছিল। তার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সাগরবন্ধু’।ডে

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০০
India proposes Rs 4028 crore cyclone relief package to Sri Lanka

(বাঁদিকে) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ (ডানদিকে)। ছবি: এক্স থেকে।

কলম্বো সফরে গিয়ে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে বৈঠকে ৪৫ কোটি ডলারের (প্রায় ৪২২৮ কোটি টাকা) আর্থিক সহায়তার প্রস্তাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সমাজমাধ্যমে সে কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘‘ঘূর্ণিঝড় দিটওয়ার সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে পেরে ভারত গর্বিত।’’

২০২২ সালের আর্থিক সঙ্কটের পরে শ্রীলঙ্কার অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে ঠিক তখনও ঘূর্ণিঝড় দিটওয়ার অভিঘাতে নতুন বিপর্যয় ঘনিয়ে আসে জানিয়ে বিদেশমন্ত্রী সামাজমাধ্যমে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী নির্দেশ দিয়েছেন যে আমরা যেন এখন শ্রীলঙ্কা সরকারের সঙ্গে তাদের অগ্রাধিকারগুলির পূরণ করার জন্য যোগাযোগ রেখে চলি।’’ প্রস্তাবিত ৪৫ কোটি ডলারের আর্থিক প্যাকেজে ৩৫ কোটি ডলার ঋণ এবং ১০ কোটি ডলার অনুদান বলে জানান তিনি।

গত নভেম্বরে ঘূর্ণিঝড় দিটওয়ার তাণ্ডবে শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রের প্রায় ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। মৃত্যু হয়েছিল প্রায় সাড়ে ছ’শো জনের। সেই দুর্দিনে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। উদ্ধারকাজে নেমেছিল ভারতের বায়ুসেনা। ইতিমধ্যে আকাশপথে কলম্বোয় পৌঁছে দেওয়া হয়েছে অন্তত ২১ টন ত্রাণসামগ্রী। আইএনএস বিক্রান্তে করে পাঠানো হয়েছে চেতক হেলিকপ্টার। বিশাখাপত্তনম থেকে ত্রাণ নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়ে গিয়েছে আইএনএস সুকন্যাও। এই গোটা উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সাগরবন্ধু’।

Cyclone Relief S jaishankar India-Sri Lanka Cyclone Ditwah Cyclone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy